বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

শিশুর দেহ উদ্ধার, জল ভেবে বিষপানে মৃত বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: করম পরবের দিনেই দু’টি মৃত্যুর ঘটনায় জামবনীতে শোকের ছায়া। সোমবার জামবনী থানার তাড়কিনাতা গ্রামে এক তৃতীয় শ্রেণির ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম মলয় মাহাত(৯)। সে ফুলবেড়িয়া প্রাথমিক স্কুলের ছাত্র ছিল। এররত্তি ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারে তৈরি হয়েছে রহস্য। সে আত্মঘাতী হয়েছে নাকি খুন করা হয়েছে, বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। ধন্দে রয়েছে পুলিসও। ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে। 
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মলয় আগে জামবনী থানার চিরকুটডিহি গ্রামে মামার বাড়িতে থাকত। মাসখানেক আগে বাড়ি আসে। রবিবার ছুটির দিন থাকায় সে বাড়িতেই ছিল। দুপুরে মা মনিকা মাহাত করম পরবের আয়োজনের জন্য মামার বাড়ি যেতে বলে। কিন্তু, সে যেতে চায়নি। বাড়িতেই জেঠুর ছেলে শশীভূষণ মাহাতর সঙ্গে ছিল। বাবা বিমল মাহাত কাজের সূত্রে বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর বাড়ির বারান্দার সামনে জামা কাপড় শুকোতে দেওয়ার দড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সোমবার ঝাড়গ্রাম পুলিস মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। 
মৃতের বাবা বলেন, বাড়িতে কেউ ছিল না। বুঝতে পারছি না কীভাবে এমন ঘটনা ঘটল। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বুঝতে পারব। জামবনী থানায় বিষয়টি জানিয়েছি।
মৃতের মামা সুরথ মাহাত বলেন, পড়াশোনায় ও খুব ভালো ছিল। স্কুলে প্রথম স্থান অধিকার করত। ও আত্মঘাতী হতে পারে না। পুলিসের তদন্তের উপর ভরসা আছে।
জামবনী থানার বাহির গ্রাম এলাকায় এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ সহিস(৬০)। মদ্যপ অবস্থায় জলের বদলে বিষ খেয়ে নেওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বর বিশ্বনাথবাবুর জন্মদিন ছিল। বাবার জন্মদিন উপলক্ষ্যে ছেলে মনসারাম সহিস কেক ও মিষ্টির ব্যবস্থা করেন। তবে চাষের জমিতে গিয়ে ভুলবশত তিনি জলের বদলে বিষ খেয়ে নেন। বাড়িতে এসে বিষ খাওয়ার কথা জানান বিশ্বনাথ। তড়িঘড়ি তাঁকে প্রথমে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার ঝাড়গ্রাম পুলিস মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতের ছেলে বলেন, বাড়িতে কোনও অশান্তি ছিল না। বাবা মদ্যপ অবস্থায় ভুলবশত বিষ খেয়েছিলেন। হাসপাতালে ভর্তি করেও বাঁচাতে পারলাম না।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ