বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

স্ত্রী-পুত্রকে কুপিয়ে খুন, পুলিস হেফাজতে স্বামী

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর:স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এই সন্দেহের বশে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তাঁর ১২বছরের পুত্র সন্তানকে কুপিয়ে খুন করল স্বামী।তাহেরপুর থানার বাদকুল্লায় সোমবার সাতসকালে ঘরের ভিতর থেকে মা ও সন্তানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই ঘটনার কথা প্রকাশ্যে আসে। মৃতদের নাম, শুক্লা বিশ্বাস (৩৩) ও বাপি বিশ্বাস (১২)। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রবল আক্রোশে স্ত্রীকে লাগাতার বটি দিয়ে কোপায় স্বামী। এমনকী, ১২বছরের সন্তানও নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি। সোমবার দুপুরের পরে বাদকুল্লা বাজার থেকে পুলিস অভিযুক্ত স্বামী সুফল বিশ্বাসকে গ্রেপ্তার করে।
পুলিস জানিয়েছে, ধৃত সুফল খুনের কথা স্বীকার করে নিয়েছে। সোমবারই সুফলকে রানাঘাট মহাকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাকে ১০দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
স্থানীয় বাসিন্দা বিপিন বিশ্বাস বলেন, সুফল প্রায় দু’বছর গ্রামে ফেরেনি। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সে সন্দেহ করত। 
এদিন আমরা সুফলের ঘরে ঢুকে দেখি, মা ও ছেলের দেহ বিছানায় পড়ে রয়েছে। মেঝে রক্ত ভেসে যাচ্ছে। শুক্লাদেবীর মা পুতুল দত্ত বলেন, মেয়ের অন্য কোনও সম্পর্ক ছিল কি না জানি না। তবে জামাই পরকীয়ায় যুক্ত ছিল। তা নিয়ে মেয়ের সঙ্গে জামাইয়ের ফোনে মাঝেমধ্যেই ঝামেলা হতো। পথের কাঁটা সরিয়ে দিতেই আমার মেয়ে এবং নাতিকে জামাই খুন করেছে। আমি ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’বছর আগে বাদকুল্লা-২ গ্রাম পঞ্চায়েতের নিমতলা পাড়ার বাসিন্দা সুফলের সঙ্গে শুক্লাদেবীর বিয়ে হয়েছিল। দু’জনের ক্ষেত্রেই তা ছিল দ্বিতীয় বিয়ে। শুক্লাদেবীর প্রথম পক্ষের ১২বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে মায়ের সঙ্গেই থাকত। অন্যদিকে, সুফল ও শুক্লাদেবীর একটি ৪বছরের মেয়ে আছে। সুফল মহারাষ্ট্রে গাড়ি চালকের কাজ করত। বিয়ের কয়েক বছর পর থেকেই তার বাড়ি ফেরা অনিয়মিত হয়ে পড়ে। অভিযোগ, সংসার চালানোর জন্য সে নিয়মিত টাকাও দিত না। এনিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই বচসা হতো। সম্প্রতি স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে বলে সুফল সন্দেহ করতে শুরু করে। তাতে উভয়ের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
গত রবিবার রাতে সুফল আচমকা বাড়িতে চলে আসে। অভিযোগ, খাওয়াদাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়লে সে বটি দিয়ে প্রথমেই  স্ত্রীর গলায় কোপ বসায়। তারপর এলোপাথাড়ি কোপাতে থাকে। মায়ের আর্তনাদে ছেলের ঘুম ভেঙে যায়। ছেলে দেখে ফেলেছে বুঝতে পেরে তাকেও কুপিয়ে খুন করে সুফল। দু’জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পরে সে চম্পট দেয়। তবে ওই ঘরেই তার চার বছরের মেয়েও ছিল। সুফল তাকে আঘাত করেনি।
সোমবার ভোরে বিশ্বাস বাড়ির দরজা হাট করে খোলা দেখে এক প্রতিবেশী ভিতরে যান। তিনি গিয়ে মা ও ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। তারপরেই তিনি এলাকার লোকজনকে ডাকেন। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, গভীর রাতেই সুফল স্ত্রীকে খুন করেছিল। ছেলেকে সম্ভবত প্রমাণ লোপাটের জন্যই সে খুন করে। 

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ