বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বায়োমেট্রিক হাজিরার প্রতিবাদে সরব শ্রমিক সংগঠন, উত্তেজনা ডিএসপিতে

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বায়োমেট্রিক হাজিরা ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডির বিরোধিতায় শ্রমিক আন্দোলনে উত্তাল হল ডিএসপি। রাস্তায় নামল সাতটি শ্রমিক সংগঠন। সোমবার কারখানার মেন গেটের সামনে সিটু, আইএনটিটিইউসি, আইএনটিইউসি, এইচএমএস, বিএমএস, এআই঩টিইউসি, এআইইউটিইউসি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা জমায়েত হন। মেনগেটের ভিতরে অর্জুন মূর্তির পাদদেশে সকালে মানববন্ধনের মধ্যে নিয়ে কর্মসূচি শুরু হয়। তারপর মিছিল করে সব সংগঠনের নেতৃত্ব সাততলা ও কারখানার ড্রইং অ্যান্ড ডিজাইন সেকশনে দিনভর বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, কিছুদিন আগেই কারখানার জমি ঘিরতে গিয়ে বিতর্কে জড়িয়েছিল ডিএসপি কর্তৃপক্ষ। তার রেশ কাটার আগেই এবার ডিএসপির অন্দরে শ্রমিক অসন্তোষ শুরু হল। দিল্লির নির্দেশে ইচ্ছে করেই ডিএসপিতে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক নেতারা। 
শ্রমিকদের বক্তব্য, আরএফআইডির চিপ সহ কার্ড দিতে চাইছে কর্তৃপক্ষ। তার জন্য শ্রমিকদের মুখের ছবি তোলা হবে। বায়োমেট্রিক হাজিরার জন্য সব আঙুলের ছাপ নেওয়া হবে। কয়েকদিন আগে কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে জানিয়েছিল, সোমবার থেকে এই কাজ শুরু হবে। সাততলা প্রশাসনিক ভবন ও  ড্রইং-঩ডিজাইন থেকেই এই কাজের সূচনা হওয়ার কথা ছিল। তার প্রতিবাদ করে শ্রমিক সংগঠনগুলি। তারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে জানায়, বাঘ গণনার জন্য আরএফআইডি ব্যবহার করা হয়। শ্রমিকদের তেমন একটি কার্ড দেওয়া হচ্ছে যাতে কর্তৃপক্ষ চাইলেই শ্রমিকরা সারাদিন কী করছে তার তথ্য পাবে। এটা কিসের প্রয়োজন? পুজোর বোনাস নিয়ে আলোচনা নেই, বর্ধিত বেতন চুক্তি কার্যকর হয়নি। শ্রমিকদের নানা দাবি পূরণ না হওয়া সত্ত্বেও উৎপাদনে নজির গড়ছে কারখানা। সামনেই সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ হবে। তার মধ্যে কেন শ্রমিকদের উপর নজরদারি তা নিয়ে প্রশ্ন তোলা হয়। শ্রমিক নেতাদের দাবি, এর কোনও সদুত্তর না মেলায় সাতটি ইউনিয়নের তরফে এই নির্দেশিকা বাতিল করার দাবি জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষও অনড় থাকায় ইউনিয়নগুলির পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়। যার জেরে শ্রমিকদের তথ্য নেওয়ার কাজ থমকে যায়। শ্রমিকদের দাবি, এই প্রক্রিয়া বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। 
যৌথ আন্দোলনে সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, ইউনিয়নের সঙ্গে আলোচনা না করে, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের না জানিয়ে ডিএসপি কিছুদিন আগে ভূমিপুজো করছিল। তা নিয়ে অশান্তি হয়। তারমধ্যেই এবার শ্রমিকদের ক্ষেপিয়ে তোলার মতো সিদ্ধান্ত গ্রহণ করছে। বাংলা নিয়ে দিল্লির বিজেপি সরকারের নেতিবাচক মনোভাব রয়েছে। তাই এটি নবতম কৌশল নয় তো? আমরা শঙ্কিত। তাঁদের জানিয়ে রাখতে চাই, সব শ্রমিক সংগঠন এক হয়ে যেমন আমরা ঩নিজেদের অধিকার বুঝে নেব। 

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ