বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ঘাটাল পঞ্চায়েত সমিতির কার্যালয়ের নীচে জল জমে মশার আঁতুড়ঘর, ব্যবস্থার আশ্বাস

সংবাদদাতা, ঘাটাল: ডেঙ্গু নিয়ে যখন রাজ্য জুড়ে কড়া সতর্কতা চলছে, বাড়ির সামনে থাকা জমা জল দেখা মাত্র সরানোর কথা করার কথা বলা হচ্ছে, সেই সময় ঘাটাল পঞ্চায়েত সমিতির কার্যালয়েই দেখা গেল অন্য চিত্র। পঞ্চায়েত সমিতির ভবনের নীচের তলায় দীর্ঘদিন ধরে  কখনও চার ইঞ্চি, কখনও বা ছ’-আট ইঞ্চি করে জল জমে থাকছে। সেখানেই তৈরি হচ্ছে মশার আঁতুরঘর। এই ঘটনা সাধারণ মানুষের নজরে আসতেই চরম অস্বস্তিতে পড়েছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর। তিনি ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেন, আসলে আমাদের একটি ভবনের নিচুতলাটি মাঠের জমির স্তরের মতো নিচু। তাই বর্ষকালে জল চুঁইয়ে মেঝেতে জল জমে যায়। আগামী দিনে ওই ভাবে জল যাতে না জমে থাকে তার ব্যবস্থা করা হবে। ঘাটাল পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিস মিলিয়ে পাশাপাশি কয়েকটি ভবন রয়েছে। তারমধ্যে চারতলা একটি ভবনের নিচুতলার প্রায় আড়াই-তিন হাজার বর্গ ফুটের মতো একটি হল ঘর রয়েছে। যে হলটিতে অফিসের কোনও আসবাবপত্র রাখা হয়নি। তবে নির্বাচনের সময়, অস্থায়ী ভাবে রাখা সহ সরকারি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।  সেই হলঘরটিতেই বর্ষা শুরুর সময় থেকে তিন-চার মাস জল জমে থাকে। বিডিও অফিসের কর্মীদের অভিযোগ, ওই জমা থাকা জলে মশা ডিম পাড়ে। সেই জন্য এই সময় অফিস চত্বরে প্রত্যেক বছরই মশার উপদ্রব চলে। বিষয়টি বার বার বিডিও এবং পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনওরকম পদক্ষেপ নেননি বলে অভিযোগ। বিকাশবাবু বলেন, এবার থেকে  ওখানে যাতে জল না জমে থাকে তার ব্যবস্থা করা হবে।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ