বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কাটোয়ার রাস্তায় ষাঁড়ের দাপটে নাজেহাল মানুষ, ব্যবস্থার দাবিতে পুরসভার দ্বারস্থ

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় রাস্তা জুড়ে ষাঁড়ের দাপাদাপিতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ থেকে পথচারীরা। প্রায়দিনই কেউ না কেউ ষাঁড়ের গুঁতো খাচ্ছেন। রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকছে ষাঁড়, গোরু। আর পাশ কাটিয়ে যেতে গেলেই গুঁতোয় জখম হচ্ছেন অনেকেই। স্টেশন বাজার চত্বরে সিগন্যালে দাঁড়িয়ে থাকলেই শিং উঁচিয়ে তেড়ে আসছে। ক্ষুব্ধ সাধারণ মানুষ। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, আমরা শীঘ্রই ষাঁড় নিয়ে ব্যবস্থা নেব। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহরের রাস্তা দখল করে অবাধে ঘুরে বেড়াচ্ছে গোরু, ষাঁড়। দীর্ঘদিন ধরে রাস্তায় গোরুর পালের দাপাদাপিতে দুর্ঘটনাও ঘটেছে অনেক। বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তা থেকে গোরু সরাতে ব্যবস্থা নিক পুরসভা। মঙ্গলবার কাটোয়া স্টেডিয়াম আবাসন এলাকার বাসিন্দা সুব্রত চৌধুরী আগেই পুরসভায় ষাঁড়ের গুঁতো থেকে পরিত্রাণ পেতে নালিশ জানিয়েছেন। এবার তিনি বনদপ্তরে জানিয়েছেন। তিনি বলেন, সোমবার রাতে কাটোয়া শহরের স্টেশন বাজারের কাছে একটি ষাঁড় আগে আমাকে গুঁতো মেরে জখম করেছিল। এভাবে রাস্তায় ষাঁড় ঘুরে বেড়ালে আরও অনেকে জখম হতে পারেন। তবে ষাঁড় যেহেতু গৃহপালিত পশু তাই বনদপ্তরের কিছু করার নেই। 
আরও জানা গিয়েছে, কাটোয়া শহরের স্টেশন বাজার, কাছারি রোড, সুবোধ স্মৃতি রোড প্রভৃতি গুরুত্বপূর্ন এবং ব্যস্ততম রাস্তাতে দীর্ঘদিন ধরে রাতদিন দাঁড়িয়ে থাকছে গোরুর পাল। তাদের মধ্যে আবার বেশ কয়েকটি ষাঁড়ও রাস্তার দখল নেয়। তাতে বাইক আরোহী থেকে বিভিন্ন যানবাহন চালকদের ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়। অনেক সময়ে রাস্তাতে গোরু দাঁড়িয়ে থাকায় দুর্ঘটনাও ঘটেছে। তারপরেও একই চিত্র দেখা গিয়েছে শহরের রাস্তায়। আগেও কাটোয়ায় একাধিক ব্যক্তি ষাঁড়ের গুঁতোয় জখম হয়েছেন। গোরুর পালের জন্য প্রায়ই যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয়, কাটোয়া স্টেশন ঢুকতেই সন্ধ্যা নামলে গোরুর পাল দখল নেয় এলাকা। রাতের অন্ধকারে এভাবে রাস্তা জুড়ে গোরুর পাল দাঁড়িয়ে থাকায় ভুগতে হচ্ছে পথচারীদের। কাটোয়া শহরের বাসিন্দাদের একাংশ জানান, রাতে এভাবে রাস্তায় গোরুর পাল দাঁড়িয়ে থাকায় অ্যাম্বুলেন্স আসা যাওয়ার ক্ষেত্রেও ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কিছু গোরুর মালিক থাকলেও অধিকাংশ ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। পুরসভা কড়া ব্যবস্থা নিক এমনই দাবি তুলছেন শহরের বাসিন্দাদের একাংশ। -নিজস্ব চিত্র

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ