বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ঝাড়খণ্ড সীমানা নিয়ে বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই নিরাপত্তা আরও আঁটসাঁট করতে শুরু করে দিল পুলিস, প্রশাসন। তাদের অন্যতম মাথাব্যথা ঝাড়খণ্ড সীমানা। ভোটের সময় পড়শি ওই রাজ্যের সীমানা সিল করা যায় কিনা সে ব্যাপারেও ভাবনাচিন্তা হচ্ছে। বৈঠক করা হবে ঝাড়খণ্ড পুলিসের সঙ্গে। 
শুক্রবার সিউড়িতে জেলাশাসকের কনফারেন্স রুমে জেলাশাসক বিধান রায়, জেলা পুলিস সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের নিয়মবিধি নিয়ে বিস্তারিত ঘোষণা করেন। কোথায় মনোনয়ন জমা করা যাবে, দিনের কোন সময় পর্যন্ত করা যাবে সবকিছু নিয়েই নির্বাচন কমিশনের নির্দেশিকা জানানো হয়। জানা গিয়েছে, এবার জেলায় মোট ২৭৬৮টি পোলিং স্টেশনে ভোট হবে। মোট বুথের সংখ্যা ২৬৮৮টি। পুরুষ ভোটার ১২ লক্ষ ৮২ হাজার ৩৮৬ জন, মহিলা ভোটার ১২ লক্ষ ৫২ হাজার ৯৮৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩৫ জন। অর্থাৎ জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লক্ষেরও বেশি। জেলাশাসক বলেন, আমরা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই জেলার সমস্ত বিডিও, এসডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সেরে নিয়েছি। যে নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে তা সকলকে জানানো হয়েছে। সর্বদলীয় বৈঠকও হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন জমা কক্ষে কেউ ঢুকে গেলে যত দেরিই হোক, আমরা তাঁর মনোনয়ন জমা নেব। পুলিস সুপার বলেন, প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরা থাকবে। মনোনয়ন জমা দেওয়ার অফিসেও তা থাকছে। সমস্ত কিছু ভিডিওগ্রাফি করার ব্যবস্থা থাকছে। আমাদের জেলায় পর্যাপ্ত পুলিস কর্মী রয়েছে। তা নিয়ে কোনও অসুবিধা হবেনা। বিশেষ অভিযান, রুটমার্চও শুরু হয়ে যাবে। স্পর্শকাতর বুথগুলি নিয়ে কাটাছেঁড়া চলছে। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাড়তি রিজার্ভ পুলিসকেও ভোট পূর্ববর্তী প্রক্রিয়ার কাজে মোতায়েন করা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন দিকে পুলিস টহলদারি শুরু করে। ঝাড়খণ্ড থেকে আসা রাস্তাগুলিতে আরও সতর্ক ভাবে নাকা চেকিং সহ নজরদারি কীভাবে বাড়ানো যায় সে নিয়ে আলোচনা চলছে। জেলা পুলিস সুপারের দাবি, জেলায় ভোট করানোর মতো পর্যাপ্ত পুলিস রয়েছে। সবদিক থেকেই সতর্কতা নেওয়া চলছে। খুব শীঘ্রই ঝাড়খণ্ড পুলিসের সঙ্গেও বৈঠক হবে। ইতিমধ্যেই তিন কোম্পানির আধা সেনা জওয়ান সীমানা লাগোয়া এলাকাতে আছে। জেলা পুলিসও নিয়মিত নাকা চেকিং করছে। আরও তা বাড়ানো হবে।
 সিউড়িতে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ও পুলিস সুপার।- নিজস্ব চিত্র

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ