বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

স্কুল তহবিলে ৫০০ টাকা না দিলে লিভিং সার্টিফিকেট নয়
স্কুলের প্রধান শিক্ষকের
নির্দেশিকা ঘিরে বিতর্ক

সংবাদদাতা, বর্ধমান: বিদ্যালয় তহবিলে ৫০০ টাকা অনুদান জমা না দিলে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হবে না। খণ্ডঘোষের তোড়কোণা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন নির্দেশে যথেষ্টই বিপাকে পড়ে গিয়েছেন সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া বিদ্যালয়ের পড়ুয়ারা। কলেজে ভর্তি হওয়ার ফি ও স্নাতকস্তরের পাঠ্যপুস্তক কেনার অর্থ জোগাড় করতে হিমশিম খাওয়া ওই পড়ুয়ারা চাইছেন, অবিলম্বে প্রধান শিক্ষক তাঁর নির্দেশ প্রত্যাহার করুন। একই দাবিতে সরব হয়েছেন অভিভাবকরাও।
জেলার স্বনামধন্য বিদ্যালয়গুলির অন্যতম ১৮৯৪ সালে স্থাপিত খণ্ডঘোষের তোড়কোণা জগবন্ধু উচ্চ বিদ্যালয়। তোড়কোণা গ্রামের ভূমিপুত্র তথা স্বাধীনতা সংগ্রামী স্যার রাসবিহারী ঘোষ এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এই বিদ্যালয়ের ১২২ জন ছাত্রছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ১১১ জন সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সেসব পড়ুয়ারা বলেন, স্কুল কর্তৃপক্ষ অনেকদিন আগেই ২০২২-’২৩এর দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে। সেই গ্রুপের অ্যাডমিন রয়েছেন প্রধান শিক্ষক তপনকুমার চক্রবর্তী। বিদ্যালয়ের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ৫০০ টাকা স্কুলে জমা না দিলে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হবে না, এই  নির্দেশের কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রধান শিক্ষক উল্লেখ করেছেন। 
এমন নির্দেশের বিষয়ে প্রধান শিক্ষক তপনকুমার চক্রবর্তীর কাছে ফোনে জানতে চাওয়া হলে তিনি স্বীকার করে নেন। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ, বিদ্যালয় পরিচালন সমিতি ও অভিভাবকদের নিয়ে হওয়া মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবার সহযোগিতা ছাড়া ভালো কিছু করা সম্ভব নয়। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্যামল দত্ত বলেন, প্রধান শিক্ষক হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর নির্দেশের বিষয়টি যেভাবে লিখেছিলেন তাতে একটু ভুল ছিল। পরে বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের বলে দেওয়া হয়েছে, যাঁরা পারবে তাঁরাই বিদ্যালয়ের ১২৫ তম বর্ষপূর্তি উৎসবের জন্য ৫০০ টাকা অনুদান স্কুলের তহবিলে জমা দেবে। 
জেলা বিদ্যালয় পরিদর্শক(ডিআই) শ্রীধর প্রামাণিক বলেন, ঘটনার বিষয়ে আমি খোঁজ নিয়ে দেখব।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ