বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত ভোট নিয়ে তৎপরতা বিরোধীদের
প্রার্থী খুঁজতে হিমশিম বিজেপি

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ভোটে জেতা নয়, আপাতত প্রতি আসনে প্রার্থী দেওয়াই প্রধান লক্ষ্য বিজেপি নেতৃত্বের। আর তা খুঁজতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে নেতাদের। আগামী ১৫ জুনের মধ্যে জমা করতে হবে মনোনয়ন। তার আগে দলের কোন্দল সামলে প্রার্থী বাছাই, মনোনয়ন জমা করা নিয়ে তালগোল পাকিয়ে যাওয়ার অবস্থা গেরুয়া শিবিরের। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির কটাক্ষ, সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করতে গেলে পড়ুয়াদের যা অবস্থা হয়, বিজেপির অবস্থা এখন তেমনটাই। 
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এবারের নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৩৮৮১, পঞ্চায়েত সমিতিতে ৬৩১ ও জেলা পরিষদে ৬০টি আসন রয়েছে। শুক্রবার থেকে মনোনয়ন জমা নেওয়াও শুরু হয়ে গিয়েছে। রবিবার মনোনয়ন জমা দেওয়া যাবে না। সোমবার থেকেই ব্যাপক হারে মনোনয়ন জমা শুরু হবে। তার আগে সমস্ত আসনে প্রার্থী ঠিক করতে চাইছে বিজেপি। তাতেই কার্যত ল্যাজে গোবরে অবস্থা গেরুয়া শিবিরের। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্বীকার করেছেন বিজেপি নেতারা। যদিও তাঁদের জেদ, তৃণমূলকে একচুলও জমি ছাড়া যাবে না। সমস্ত আসনেই প্রার্থী দেওয়া হবে।
কেন বিজেপির এই অবস্থা? রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুহূর্তে বুথে বিজেপির সংগঠন দুর্বল। জেলার সিংহভাগ বুথেই কমিটি তৈরি হয়নি। বুথের সংগঠন মজবুত করতে তৃণমূলের ‘দিদির দূত’ কর্মসূচির আদলে বিজেপি ‘বুথ সশক্তিকরণ’ অভিযান শুরু করলেও তা মুখ থুবড়ে পড়ে। সংগঠনের যা হাল, তাতে প্রতি বুথে প্রার্থী কীভাবে দেবে, তা নিয়ে চিন্তায় নেতৃত্ব। তার উপর দলের রন্ধ্রে রন্ধ্রে গোষ্ঠী কোন্দল। 
বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের বৈঠক হয়েছে। প্রতি বুথেই প্রার্থী দেব। জয়ের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। অজিত মাইতির প্রশ্ন, ওদের কথা আর বাস্তবতায় বিশাল ফারাক থেকে যাবে। 
প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই মনোনয়ন যেখানে জমা নেওয়া হবে, তার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত পুলিস-প্রশাসন।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ