বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে বৃষ্টি মাথায় করেই
জনতার হৃদয় ছুঁলেন অভিষেক বন্দোপাধ্যায়

 

সুদীপ্ত কুণ্ডু, বাদকুল্লা: আচমকাই ঝড়বৃষ্টিতে পণ্ড হল সভা। কিন্তু বাঁধভাঙা জনজোয়ারের মাঝে বৃষ্টি মাথায় করেই অভিষেক ছুঁলেন মানুষের হৃদয়। শুক্রবার বিকেল ৩টেয় বাদকুল্লার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কথা থাকলেও প্রবল ঝড়বৃষ্টিতে তা বাতিল হয়ে যায়। কিন্তু বৃষ্টিতে ভিজে হলেও প্রিয় জননেতাকে এক মুহূর্ত চোখের দেখা দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান দলীয় কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ। কনভয় থেকে ছাতা মাথায় দিয়ে হাত নেড়ে জনজোয়ারকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
জনসভা উপলক্ষে বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে এদিন বেলা গড়াতেই উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তৃণমূলের রানাঘাট সংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়, রাজ্য নেতা রাজীব বিশ্বাস সহ দলীয় নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন আগেই। দুপুর প্রায় ২টো গড়াতেই ডঙ্কা, নিশান সহযোগে উপস্থিত হন মতুয়া ও আদিবাসী সম্প্রদায়ের সমর্থকরা। এমনকী এদিন সভা মঞ্চের সামনে মহিলা কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাদকুল্লায় অভিষেকের কনভয় তখনও পৌঁছয়নি। দুপুর পৌনে ৩টে নাগাদ হঠাৎ তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপটে কার্যত লন্ডভন্ড হয়ে যায় সভাস্থল। মঞ্চের পিছনের ব্যানার ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে উপরের ছাউনির একাংশ। ছাউনি থেকে জল পরিষ্কার করতে গিয়ে নীচে পড়ে জখম হন দুই প্যান্ডেল কর্মী। তড়িঘড়ি তাঁদের বাদকুল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অবশেষে এদিন জনসভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তৃণমূলের রানাঘাট সংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, বৃষ্টির কারণেই সভা বাতিল করতে হয়েছে ঠিকই। কিন্তু মানুষের আবেগ আজ ঝোড়ো হাওয়াকেও হার মানিয়েছে।
জনসভা বাতিল শুনতেই মন ভারাক্রান্ত হয়ে পড়ে দূর-দূরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের। সভামঞ্চের সামনে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়কের দু’পাশে ভিড় জমান কয়েকশো মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের দেখা দেখতে ফুলের মালা, পুষ্পস্তবক সহ বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষায় ছিলেন দলীয় কর্মীরা। সুবল সর্দার নামের এক তৃণমূল কর্মী বলেন, আমাদের জননেতাকে চোখে না দেখে এখান থেকে নড়ব না। অবশেষে বিকেল ৫টা নাগাদ ওই রাস্তা দিয়েই পার হয় অভিষেকের কনভয়। গাড়ির উপর থেকে মাথায় ছাতা নিয়ে দু’পাশে দাঁড়ানো সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সভায় জননেতার বক্তব্য শুনতে হাঁসখালির প্রত্যন্ত এলাকা থেকে এসেছিলেন সত্তরোর্ধ্ব অমিয়ভূষণ দত্ত। তিনি বলেন, একসময় আমাদের প্রিয় দিদির কথা শুনতে জেলার যে কোনও প্রান্তের সভায় সবার আগে পৌঁছে যেতাম। অভিষেক যেন দিদির তৈরি এই দলে সত্যিই আজ নবজোয়ার নিয়ে এসেছে।
ঝড়বৃষ্টির কারণে বাদকুল্লা ছাড়াও এদিন একাধিক জায়গায় বাতিল করা হয় অভিষেকের কর্মসূচি। বৃষ্টির মধ্যেই কনভয় নিয়ে এদিন সন্ধ্যায় রানাঘাটের জাতীয় সড়ক ধরে তিনি চলে যান কল্যাণীর উদ্দেশে। কিন্তু বীরনগর, তাহেরপুর, কালীনারায়ণপুর, রামনগর, রানাঘাট সহ একাধিক জায়গায় রাস্তার দু’পাশে ছাতা মাথায় নিয়ে দাঁড়ানো সাধারণের উপস্থিতিতে এদিন বৃষ্টিকে মাত দিল জনআবেগ।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ