বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দেখতে বাসের মতো, কিন্তু তিনটি চাকা,
অবৈধ যাত্রীবাহী গাড়ির রমরমা মায়াপুরে
 জীবনহানির ঝুঁকি, কড়া ব্যবস্থা নিতে উদ্যোগ প্রশাসনের

সংবাদদাতা, নবদ্বীপ: যন্ত্রচালিত ভ্যান বা লছিমন এখনও গ্রাম বাংলার বিভিন্ন জেলাতেই দেখা যায়। কিন্তু মায়াপুরে দেখা গেল অন্যরকম মোটর ভ্যান। একদম মাথায় ছাদ ঢাকা ১৬ আসনের চার চাকার মতো দেখতে, কিন্তু তিন চাকার গাড়ি। কখনও তাতে আরও দু’-চারজন যাত্রী বেশিও উঠছে। অর্থাৎ তিন চাকার গাড়িতে চলেছেন বাইশ জন যাত্রী। যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র মায়াপুরে এখন দাপিয়ে বেড়াচ্ছে নতুন ধরনের এই গাড়িগুলো। একটা নয়, সংখ্যায় আট থেকে ন’টা। নতুন এই গাড়ির চল বাড়ায় টোটোর যাত্রী কমে যাচ্ছে। ছোট বাসের মতো তৈরি করে সেই গাড়িতেই অতিরিক্ত যাত্রী নিয়ে মায়াপুরের রাস্তায় অবাধে চলছে সেই সব গাড়ি।
মায়াপুর ইসকনের চার নম্বর গেট অর্থাৎ নামহট্টের থেকে মায়াপুর চৈতন্য মঠ, বল্লালদিঘি, চাঁদকাজির, রাজাপুর জগন্নাথ মন্দির দর্শনে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছে ওই সব গাড়িগুলো। ১৬ জনের সিট থাকলেও কোনও কোনও গাড়িতে ১৮ থেকে ২০ জনকে উঠতে দেখা যাচ্ছে। মাথা পিছু ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। গাড়িটি একটু অন্যরকম দেখতে এবং এক সঙ্গে অনেকে একই গাড়িতে যেতে পাড়ার জন্য ভিড়ও বাড়ছে। কিন্তু এতে জীবনের ঝুঁকি যে যথেষ্ট, সেটা সামনে থেকে দেখলেই বোঝা যায়। মায়াপুরের হুলোরঘাটের বাসিন্দা মলয় বৈরাগ্য বলেন, যন্ত্রচালিত মোটর ভ্যানগুলো চারিদিক ঘিরে মাথায় ছাদ লাগিয়ে ছোটখাট চারচাকার মতো দেখতে গাড়ি তৈরি করেছে। তাতে প্রচুর প্যাসেঞ্জার তুলছে। 
এই সব গাড়ির কোনও নিয়ন্ত্রণ নেই বললেই চলে। অবৈধভাবে চলছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নদীয়া জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ তথা জেলা আরটিএ বোর্ডের ভাইস চেয়ারম্যান তরান্নুম সুলতানা মির বলেন, এ বিষয়ে ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টারে মিটিং করেছি। প্রথম হচ্ছে মানুষের জীবন। দ্বিতীয় কথা হচ্ছে, মোটর চালিত যে ইঞ্জিন ভ্যানগুলো আছে ওগুলো প্যাসেঞ্জার বহন করার জন্য নয়, মালপত্র বহনের জন্যে। মিটিংয়ে আমরা জানিয়ে দিয়েছি যে, মোটর চালিত ভ্যানে প্যাসেঞ্জার বহন করা যাবে না। মাল বহন যেমন হচ্ছে তেমনি হবে। প্রতিটা জায়গায় হয়তো সেটা প্রয়োগ হয়নি। প্রতিটা থানায় এই কপি পাঠিয়ে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে, ওইসব গাড়ির কোনও পলিউশন সার্টিফিকেট নেই। দ্বিতীয়ত, গাড়ির কোনও কন্ট্রোল নেই। তৃতীয়ত, যে কোনও সময় দুর্ঘটনা ঘটে জীবনহানি হতে পারে। প্রশাসন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ বলেন, এই সব কাজ পঞ্চায়েত সমিতি বরদাস্ত করবে না। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। মানুষের জীবনের দাম অনেক বেশি। বেআইনি কাজকে সমর্থক করা যাবে না। পুলিস জানিয়েছে, যন্ত্রচালিত মোটর ভ্যান যেগুলো মালবাহী, সেগুলোতে যাত্রী চাপলে ধরপাকড় করা হচ্ছে।  মায়াপুরে এই গাড়িই এখন দাপিয়ে বেড়াচ্ছে।-নিজস্ব চিত্র

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ