বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দলীয় বিষয়ে নেতাদের প্রকাশ্যে
মুখ না খোলার নিদান মানসের

 

সংবাদদাতা, ঘাটাল: দলীয় বিষয় নিয়ে নেতাদের প্রকাশ্যে মুখ না খোলার নিদান দিলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় ঘাটাল শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মানসবাবু। তাঁর সঙ্গে ছিলেন অন্য এক মন্ত্রী শিউলি সাহা, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত প্রমুখ। কর্মসূচির শেষে মানসবাবু ঘাটাল টাউন হলে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, সাংগঠনিক জেলার সভাপতি ছাড়া কোনও নেতা দলের সম্পর্কে প্রকাশ্যে কোনও কথা বলতে পারবেন না। যে যা খুশি নিজের মতো করে মন্তব্য করে দিলে অনেক ক্ষেত্রে দলকে সমস্যায় পড়তে হয়। এবার থেকে তা আর চলবে না। দলের স্বার্থে মুখে লাগাম টানতে হবে। 
মানসবাবু বলেন, আশিসবাবু তথা জেলা সভাপতি যদি মনে করেন ব্লকস্তরে কাউকে দলীয় মুখপাত্র ঠিক করবেন, তা তিনি করতে পারেন।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, এখানে বিজেপি নেতারা প্রচার করছেন মাস্টার প্ল্যান মঞ্জুর হয়েছে। বিজেপি সরকার তাদের স্বভাবমতো ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, মোদি সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এখনও একটি টাকাও বরাদ্দ করেনি।
পাঁশকুড়া-ঘাটাল-আরামবাগ রেলপথ নিয়েও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, পাঁশকুড়া-ঘাটাল-আরামবাগ রেলপথের বিষয়টি বাজেটে উত্থাপন করেছিলেন। কিন্তু রেলবাজেটে ওই প্রকল্পের জন্য একটি টাকাও কখনও বরাদ্দ করা হয়নি। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত দীঘা-বালেশ্বর-পুরী রেলপথ নিয়েও রেলমন্ত্রক কোনও সাড়া শব্দ করেনি। আসলে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে বাংলাকে নানাভাবে বঞ্চিত করে চলেছে। তারজন্য ১০০ দিনের কাজের টাকা, রাস্তার টাকা কিছুই দিচ্ছে না।  নিজস্ব চিত্র

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ