বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

পরিবেশ দিবসে দুর্গাপুর মহকুমা
হাসপাতালে নানা কর্মসূচি

সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। পাশাপাশি হাসপাতাল চত্বর ও হাসপাতালের আশপাশের এলাকা প্লাস্টিকমুক্ত জোন করে তুলতে সচেতনতা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত,  হাসপাতাল সুপার ধীমান মন্ডল ও লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের সদস্যরা সহ একাধিক বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতেই ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃত রেল যাত্রীদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এরপর মহকুমা শাসকের দপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০টি হুইলচেয়ার ও ১০টি স্ট্রেচার দেওয়া হয়। পাশাপাশি হাসপাতাল চত্বর ও  আশপাশের দোকানদার ও বাসিন্দাদের প্লাস্টিক বর্জন করতে অনুরোধ করেন মহকুমা শাসক। এছাড়াও সুস্থ পরিবেশ রক্ষায় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রায় ২০ জনের একটি দল হাসপাতালের ভেতর ও বাইরের চত্বরে সাফাই অভিযান করে। পাশাপাশি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হাসপাতালে রোগীর পরিবারের লোকজনকে সরবত খাওয়ানো হয় ।
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, পরিবেশ দূষণ রুখতে হাসপাতাল ও হাসপাতালের আশপাশের এলাকা আমরা প্লাস্টিকমুক্ত জোন গড়ে তুলেছি। মানুষকে সচেতন করা হয়েছে। এছাড়াও পরিবেশ বাঁচাতে  একাধিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, কেবল এই দিনটা উদযাপন করা নয়। ৩৬৫ দিন আমাদের ভাবতে হবে। সুস্থ পরিবেশ গড়তে আগামী প্রজন্মকে শেখাতে হবে। 

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ