বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

রানিগঞ্জে নেশার জন্য কাকার
বাইক বিক্রি করে দিল ভাইপো

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নেশার টাকা জোগাড় করতে কাকার বাইক চুরি করে বিক্রি করে দিল ভাইপো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রানিগঞ্জে। বৃহস্পতিবার রানিগঞ্জ হাটতলায় বাইকটি রেখে মহম্মদ ওমর কুরেশি অন্যত্র যান। তিনি ফিরে এসে দেখেন, সেখানে বাইক নেই। এরপর তিনি পুলিসে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়, এই ঘটনার সঙ্গে তাঁর ভাইপো মহম্মদ বাসারত কুরেশি জড়িত। পুলিস তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস বাসারতকে হেফাজতে নিয়ে জানতে পারে, সে বাইকটি অণ্ডাল থানার উখড়ার শেখ রিয়াজকে বিক্রি করেছিল। এরপর আরও চোরাই বাইক বিক্রি করা হবে টোপ দিয়ে পুলিস রিয়াজকে গ্রেপ্তার করে। রিয়াজের আদি বাড়ি বীরভূমে। তাই এই ঘটনার সঙ্গে আন্তঃজেলা বাইক পাচারের কোনও যোগ আগে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। সোমবার পুলিস সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সামনে আনে।
রানিগঞ্জ থানা এলাকাজুড়ে যেভাবে বাইক, মোবাইল চুরি ও ছিনতাই হচ্ছে, তাতে উৎকণ্ঠা বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, নেশার টাকা জোগাড় করতে বিপথে যাওয়া একশ্রেণির যুবক এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তারা যে কোনও মূল্যে নেশার টাকা জোগাড় করতে মরিয়া হয়ে উঠছে। এলাকায় নেশার দ্র঩ব্যের কারবার নিয়ে সরব রানিগঞ্জের বাসিন্দারাও।
তৃণমূলের শহর সভাপতি রূপেশ যাদব বলেন, যুব সমাজকে শেষ করে দিচ্ছে মাদক। আমরা এর তীব্র বিরোধী। রানিগঞ্জ থানার আইসি সুদীপ দাশগুপ্ত বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে নেশার টাকা জোগাড় করতেই কাকার বাইক চুরি করেছিল ভাইপো। আমরা ধারাবাহিকভাবে মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালাই।

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ