বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

করমণ্ডল দুর্ঘটনায় মৃতদের ২ লক্ষ টাকা
করে আর্থিক সাহায্য জেলা তৃণমূলের

সংবাদদাতা, কাটোয়া: করমণ্ডল দুর্ঘটনায় পূর্ব বর্ধমানে মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা করে অর্থ সাহায্য করল জেলা তৃণমূল নেতৃত্ব। বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত জেলার ১০ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেকের দেহ ইতিমধ্যেই বাড়িতে ফেরানো হয়েছে। সোমবার মৃতদের বাড়ি বাড়ি গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি চেক তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পাশাপাশি এদিন কাটোয়ার কড়ুই গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পনধরিনাথ ওয়াঙখেড়ে।
জেলা তৃণমূলের সভাপতি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দলীয়ভাবে দু’লক্ষ টাকা করে সাহায্য করেছি। পাশাপাশি মৃতদের পরিবারের হাতে রাজ্য সরকারও আর্থিক সাহায্য তুলে দেবে। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানানোর ভাষা নেই। আমরা পরিবারগুলির পাশে আছি। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ কাটোয়ার কড়ুই গ্রামে যান রবীন্দ্রনাথবাবু। সেখানে প্রথমে সর্দারপাড়ায় মৃত ছট্টু সর্দার ও সঞ্জিত সর্দারের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের পরিবারের সদস্যদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন। তারপর কৈথন গ্রামে মৃত সাদ্দাম শেখের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। সাদ্দামের দেড়বছরের শিশুসন্তানকে দেখে রবীন্দ্রনাথবাবু বলেন, ছোট ছেলের ভবিষ্যৎ কী হবে জানি না। তবুও আমরা পাশে আছি। 
এদিন কড়ুই গ্রামের পশ্চিমপাড়ায় মৃত যুবক সৃষ্টি রায়ের বাড়িতেও যায় তৃণমূল নেতৃত্ব। সেখানে সৃষ্টি রায়ের স্ত্রী ভাদু রায় জেলা সভাপতিকে জানান, তাঁদের প্রায় ৩৫ হাজার টাকা ঋণ রয়েছে। সৃষ্টির নাবালক ছেলে কাছা পরে দাঁড়িয়েছিল। তারা কান্নায় ভেঙে পড়ে। এরপর রবীন্দ্রনাথবাবু পূর্বস্থলী যান। তিনি বলেন, মৃতদেহ আনতে এখান থেকে কেউ না গেলে আসত না। রেল কর্তৃপক্ষের কোনও ব্যবস্থা নেই। আমরা রেলকে চিঠি দেব। যেখানে লাইন ঠিক নেই, সেখানে বন্দে ভারত চালানো হচ্ছে কীভাবে।

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ