বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

এক মাসে এক হাজার বৃক্ষরোপণের
পরিকল্পনা সাগরদিঘির রামচন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তীব্র গরমে নাজেহাল অবস্থা। প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে। দিনের পর দিন গাছের সংখ্যা কমছে। তাই এক হাজার গাছ লাগানোর সংকল্প নিয়েছেন সাগরদিঘির এক যুবক। সাগরদিঘি থেকে বহরমপুর যেখানেই সুযোগ পাচ্ছেন গাছ পুঁতে পরিবেশকে সতেজ করার চেষ্টা করছেন তিনি। সোমবার বিশ্ব পরিবেশ দিবস থেকে তাঁর এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী এক মাস ধরে এক হাজার গাছ লাগাবেন তিনি। 
পেশায় একটি পুরসভার অস্থায়ী কর্মী রামচন্দ্র দত্ত বরাবরই পরিবেশপ্রেমী। নিজেই বাড়িতে বাগান বানিয়েছেন। এবার জেলাজুড়ে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। এর আগেও একাধিকবার এমন পরিকল্পনা নিয়েছেন তিনি। তবে এই প্রথম এক সঙ্গে এক হাজার গাছ লাগাবেন বিভিন্ন এলাকায়। এদিন সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হয়ে তিনি গাছ লাগান। সেসময় উপস্থিত ছিলেন, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অমিত দা। তারপর বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার প্রাঙ্গণে গাছ লাগিয়েছেন। দু’টি জায়গায় প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করেন তিনি। এদিন বিকেলে সূতি এবং সাগরদিঘিতেও বৃক্ষ রোপণ কর্মসূচি আছে তাঁর। 
রামচন্দ্র বলেন, সামান্য উপার্জন আমার। তাই দিয়েই আমি চেষ্টা করি পরিবেশকে একটু ভালো রাখার। যে হারে গাছ কাটা হচ্ছে, তার কিছুটাও যদি লাগানো যায় তাহলে পরিবেশের উপকার হবে। প্রতিনিয়ত যেভাবে গরম বাড়ছে তার প্রধান কারণ হচ্ছে গাছের অভাব। বিশ্ব পরিবেশ দিবস থেকে আমি আগামী এক মাস ধরে এক হাজার গাছ লাগাব। এদিনই প্রায় কয়েক শত গাছ পুঁতলাম। যে কেউ আমার কাছ থেকে বিনামূল্যে গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাতে পারেন। এদিন চারটি জায়গায় লাগালাম। সবাই যদি একটি করেই গাছ লাগাই তাহলে আগামী কয়েক বছর পরে আমাদের পরিবেশটা খুবই সুন্দর হবে। সাধারণ মানুষকে গাছ লাগানোর জন্য প্রতিনিয়ত তিনি অনুপ্রাণিত করছেন। পরিবেশ সতেজ করার পাশাপাশি মানুষের অর্থনৈতিক অবস্থাও যাতে একটু ভালো হয় সে জন্য শাল ও সেগুন গাছের চারা বিতরণ করেন তিনি। এছাড়া বিভিন্ন ধরনের ফলের গাছও দিয়ে থাকেন। তিনি বলেন, এমনি গাছ উপহার দিলে অনেক সময় মানুষ বাড়িতে লাগাতে চান না। তাই ফলের গাছের চারা বিতরণ করছি। তাতে মানুষের আগ্রহ কিছুটা বাড়বে এছাড়া যে গাছের কাঠের মূল্য আছে, সেই গাছ দিলেও অনেকের উপকার হয় অনেকের। তাই শাল, সেগুন গাছের চারাও দেওয়া হচ্ছে।  রামচন্দ্র দত্ত।

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ