বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

চাপড়ায় ভাঙল দেওয়াল 
বিস্ফোরণের দাবি বিজেপির
পুলিসি তদন্তে মিলল না কোনও প্রমাণ

নিজস্ব প্রতিনিধি, চাপড়া: তখন সবে সন্ধ্যা হয়েছে। হঠাৎ বিকট শব্দ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘর থেকে বেরিয়ে দেখেন, সইফুল ঘরামির বাড়ির পিছনের একাংশ ভেঙে পড়েছে।‌ মাটির গাঁথুনি দিয়ে তৈরি ইটের দেওয়াল ভেঙেচুরে পড়ে আছে। বুধবার সন্ধ্যায় চাপড়ার হাতিশালা-১ পঞ্চায়েতের মহেশনগরে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়, বিস্ফোরণের জেরে বাড়ি ভেঙে পড়েছে। এনিয়ে থানায় অভিযোগও করা হয়। যদিও বিস্ফোরণের মতো আওয়াজ হলেও ঘটনাস্থলে সেভাবে তার চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিস জানিয়েছে। তবে ঘটনাস্থল থেকে কিছু সুতলি উদ্ধার হয়।‌ বৃহস্পতিবার বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল ঘটনাস্থলে আসে। নমুনা সংগ্রহ করে।‌
কৃষ্ণনগর পুলিস জেলার এসপি ঈশানী পাল বলেন, বোমা বিস্ফোরণের প্রাথমিকভাবে কোনও প্রমাণ পাওয়া যায়নি। বাড়ির একাংশ ভেঙে পড়েছে।‌  বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত চলছে। 
চাপড়ার হাতিশালা-১ পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। শাসকদলের  গোষ্ঠীকোন্দল এখানে লেগেই রয়েছে। মহেশনগর এলাকায় অতীতে বোমাবাজির ইতিহাস রয়েছে।‌ বুধবার রাতে বিকট আওয়াজ হওয়ার পর গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। বোমা বিস্ফোরণের খবর চাউর হয়। খবর পেয়ে পুলিস আসে। ঘটনার পর রীতিমতো কোমর বেঁধে নেমে পড়ে বিজেপি। চাপড়া থানার এনিয়ে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দলের সদস্যরা আসেন। তাঁরাও প্রাথমিক রিপোর্টে বোমা বিস্ফোরণের কথা জানায়নি বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।  
স্থানীয় বাসিন্দা সেলিনা মোল্লা বলেন, সন্ধ্যার দিকে বিকট আওয়াজ হয়েছিল। সেটাই শুনতে পাই। গিয়ে দেখি, দেওয়াল ভেঙে পড়ে আছে। এর থেকে বেশ কিছু জানি না।‌
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি বহুদিনের পুরনো। কাদার গাঁথুনি দিয়ে তৈরি। তাতে ফাটলও ধরেছে। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির মালিক সইফুল মায়ের অপারেশনের জন্য হাসপাতালে রয়েছেন। তার মধ্যেই ‘বিকট আওয়াজে’ তাঁর বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। সইফুল ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল মতিন শেখের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত সদস্য বলেন, সইফুল বাড়িতে ছিল না।‌ মায়ের অপারেশনের জন্য বাড়ির বাইরে রয়েছে। বাড়িটি কাদার গাঁথুনি দিয়ে তৈরি। আগে থেকেই বাড়ির দেওয়ালে ফাটল ধরেছিল। সেটাই বুধবার রাতে ধসে পড়ে। ভারী দেওয়াল পড়ে যাওয়ার জেরেই বিকট আওয়াজ হয়েছে। বিরোধী দলের লোকজন সেই ঘটনারই অপপ্রচার চালাচ্ছে। 
চাপড়ার বিজেপি নেতা সৈকত সরকার বলেন, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় বোমা মজুত করছে তৃণমূলের লোকজন।‌ তারই প্রমাণ মিলল বুধবার সন্ধ্যায়। বোমা বিস্ফোরণে বাড়ির দেওয়ালটাই উড়ে গিয়েছে। যার বাড়ি সে শাসকদলের কর্মী। আমরা নিশ্চিত ওখানে পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধা হচ্ছিল। ঘটনাস্থল থেকে সুতলিও পাওয়া গিয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি। সঙ্গে এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি। চাপড়া ব্লক তৃণমূলের সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, বিজেপি ঘটনাকে নিয়ে অহেতুক রাজনীতি করছে। বাড়ির দেওয়াল ভেঙে পড়াকে বোমা বিস্ফোরণ বলে অপপ্রচার চালাচ্ছে।  চাপড়া থানার মহেশনগরে ভেঙে পড়া বাড়ি।-নিজস্ব চিত্র

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ