বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ব্লক সভাপতিদের কাজে সন্তুষ্ট
নন অভিষেক, বাদ পড়ার শঙ্কা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: তাঁর ‘অদৃশ্য চোখ’ ঘুরে বেড়াচ্ছে দলের প্রত্যেক নেতার উপর। অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি থেকে শুরু করে বিধায়ক, প্রত্যেকের গতিবিধির উপর প্রখর নজর রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার বেশকিছু ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির কাজে মোটেই সন্তুষ্ট নন অভিষেক। এই পরিস্থিতিতে তৃণমূলের কয়েকজন অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি বাদ পড়তে পারেন বলে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে।
এর আগেও অভিষেকের নবজোয়ার যাত্রা যে সমস্ত জেলায় পৌঁছেছে,  সেখানেই কিছু না কিছু পরিবর্তন করা হয়েছে। কোথাও বদল করা হয়েছে ব্লক সভাপতি, কোথাও অঞ্চল সভাপতি। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও তার অন্যথা হবে না বলে আশঙ্কা করছেন জেলার শীর্ষ নেতারা। তবে এমন কোনও নির্দেশ কি এসে পৌঁছেছে? প্রশ্ন এড়িয়ে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, যে সমস্ত ব্লকে সমস্যা রয়েছে, সেইসব ব্লকের নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে নির্দেশ দিয়েছেন অভিষেক। আমরা ব্লকের নেতাদের নিয়ে বৈঠক শুরু করেছি। ৬ তারিখ অবধি সেই বৈঠক চলবে। বৈঠকের নির্যাস অভিষেককে রিপোর্ট করব। যা করার তিনিই করবেন।
গত ২৭ তারিখ পশ্চিম মেদিনীপুর জেলায় এসে পৌঁছেছিল অভিষেকের নবজোয়ার যাত্রা। ২৮ তারিখ দুপুরে শালবনী স্টেডিয়ামে মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক। ৩০ তারিখ সবংয়ে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, নারায়ণগড়, খড়্গপুর গ্রামীণ, মোহনপুর, দাঁতন, শালবনী, গড়বেতা-৩ ব্লকের কোন্দল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। ৩০ তারিখের বৈঠকেও বিশেষত ডেবরা, দাসপুর, কেশপুর ব্লকের সংগঠন নিয়ে ক্ষুব্ধ হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের পর্যবেক্ষণ, ‘নেতাদের মধ্যে ইগোর লড়াই চলছে।’ কোন্দল মেটাতে মন্ত্রী মানস ভুঁইয়া, অজিত মাইতি, জেলা সভাপতি সুজয় হাজরাকে বাড়তি দায়িত্ব দেন অভিষেক।
দলীয় সূত্রে খবর, চন্দ্রকোণা রোড, ডেবরা ও খড়্গপুর-২ ব্লকের সভাপতিদের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট নন অভিষেক। ডেবরার ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধ দীর্ঘদিনের। অজিত মাইতি বলেন, চন্দ্রকোণা রোডের ব্লক সভাপতিকে অঞ্চল সভাপতিদের নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছি। অভিষেকের নির্দেশ মতো শীঘ্রই ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বসব। বুধবার কেশিয়ারির অঞ্চল কমিটি ও ব্লক কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। বাকি ব্লকের কোন্দলও মেটানো হবে শীঘ্রই। তবে সূত্রের খবর, শালবনীতে কয়েকজন অঞ্চল সভাপতি পরিবর্তন করা হবে শীঘ্রই। বাকিদের সময় দিয়ে দেখা হবে। মন্ত্রী মানসবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে তৃণমূল যদি নিজেদের মধ্যে কোন্দল না করে তাহলে তৃণমূলকে কেউ হটাতে পারবে না। আমরা সেই চেষ্টাই করছি।  নন্দীগ্রামে অভিষেক। 

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ