বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

গ্রেপ্তার দুই অস্ত্র কারবারি সম্পর্কে
মামা-ভাগ্নে মাদক পাচারেও জড়িত

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কাটোয়া থেকে ধৃত মুর্শিদাবাদের দুই আগ্নেয়াস্ত্র কারবারি সম্পর্কে মামা-ভাগ্নে। আগ্নেয়াস্ত্র কারবারে নামার আগে তারা মাদক পাচারে হাত পাকিয়েছিল। ২০১৮ সালের শেষের দিকে মামা কাউসার শেখ মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ভাগ্নে সুদীপ খান তারপর থেকে কিছুটা দমে যায়। তবে কারবার বন্ধ হয়নি। জেলে থাকা মামার নির্দেশে সে বিভিন্ন জায়গায় হেরোইন, গাঁজা ও নিষিদ্ধ সিরাপ পাচার করতে থাকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, জেলে থাকার সময়ই বিহারের মুঙ্গেরের এক অস্ত্র কারবারির সঙ্গে কাউসারের পরিচয় হয়। তারপর জেল থেকে ছাড়া পেয়ে তার হাত ধরেই মামা-ভাগ্নের অস্ত্র কারবারে হাতেখড়ি হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মুঙ্গেরের ওই দুষ্কৃতী মুর্শিদাবাদে পিস্তল সরবরাহ করতে এসে গ্রেপ্তার হয়েছিল। জেলে থাকার সময় কাউসারের সঙ্গে তার ভালো বন্ধুত্ব তৈরি হয়। অস্ত্রপাচারের ডিলও সংশোধানাগারে বসেই হয়ে গিয়েছিল। চলতি বছরে কাউসার জামিন পায়। তার আগে বিহারে ওই দুষ্কৃতীও জেল থেকে বেরিয়ে যায়। কাউসার বাইরে আসার পর ডোমকলের এক আগ্নেয়াস্ত্র কারবারির সঙ্গে যোগাযোগ করে। বিহার থেকে সে তাকে পিস্তল আনিয়ে দেওয়ার আশ্বাস দেয়। সে কাউসারকে আগ্নেয়াস্ত্র আনার অর্ডার দেয়। তারপরেই সে মুঙ্গের থেকে পিস্তল আনার পরিকল্পনা করে। গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রর জন্য কাউসার অগ্রিম টাকা বিহারের ওই দুষ্কৃতীর কাছে পাঠিয়ে দেয়। তারপরেই সে মুঙ্গেরের এক ক্যারিয়ারকে দিয়ে তিনটি অত্যাধুনিক সেভেন এমএম পিস্তল, ছ’টি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড গুলি পাঠায়। কাটোয়া স্টেশনে মামা-ভাগ্নে জুটি হাজির হয়ে যায়। কিন্তু পিস্তল হাত বদল হওয়ার আগেই গোয়েন্দারা তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বিহার থেকে ধাপে ধাপে আরও আগ্নেয়াস্ত্র আনার পরিকল্পনা ছিল। মুর্শিদাবাদের হরিহরপাড়া, ডোমকল, নওদা ছাড়া বাংলাদেশেও আগ্নেয়াস্ত্র পাঠানোর ছক ছিল তাদের। 
পুলিসের এক আধিকারিক বলেন, মামা-ভাগ্নে মাদক দুনিয়ায় পরিচিত নাম হয়ে গিয়েছিল। পুলিসের কাছেও তাদের সম্পর্কে ইনপুট ছিল। সেই কারণেই তারা ট্রাক পাল্টানোর ছক কষে। মামা-ভাগ্নে দু’জনেই হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মুঙ্গের থেকে পিস্তল আনার প্রবণতা মাঝে কিছুদিন কমে গিয়েছিল। কিন্তু আবার মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র আসতে শুরু হওয়ায় আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। উদ্ধার হওয়া পিস্তলগুলি উন্নতমানের। সম্প্রতি এত আধুনিকমানের পিস্তল জেলায় পাওয়া যায়নি। প্রতিটি পিস্তল প্রায় ২০ হাজার টাকা দামে বিক্রি হতো। সাধারণ মানের সেভেন এমএম ১০ থেকে ১৫ হাজার টাকায় পাওয়া যায়।  সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে। অশান্তি আটকাতে আগ্নেয়াস্ত্র কারবারিদের উপর পুলিস বিশেষ নজরদারি শুরু করেছে। ধৃতরা জেরায় একাধিক কারবারির নাম জানিয়েছে। তারা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। মামা-ভাগ্নে গ্রেপ্তার হওয়ার পর তাদের অনেকেই গা ঢাকা দিয়েছে।

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ