বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে
ধর্ষণের চেষ্টার অভিযোগ গবেষিকার

সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর এক অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন এক গবেষিকা। অভিযুক্ত অধ্যাপক দীর্ঘদিন ধরে ওই গবেষিকাকে প্রতারণা, শোষণ, মানসিক নির্যাতন ও শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। কিন্তু সম্মানহানির ভয়ে দীর্ঘদিন মুখ খোলেননি তিনি। পরবর্তীকালে শোষণ ও নির্যাতনের মাত্রা চরমে পৌঁছলে তাঁর ধৈর্য্যের বাঁধ ভাঙে। ‌তিনি প্রথমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন। তাতেও খুব একটা লাভ হয়নি বলে অভিযোগ। ‌গবেষণাপত্র নিয়ে ওই অধ্যাপক তাঁকে হয়রানিও করছিলেন। এবার সুবিচার পেতে পুলিসের দ্বারস্থ হয়েছেন ওই গবেষিকা। বুধবার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে, বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। ‘বিচারাধীন’ বলে এড়িয়ে গিয়েছেন। 
বিশ্বভারতীর একটি বিশ্বস্ত সূত্রে খবর, ২০১৫ সালে গবেষণার জন্য বিনয় ভবনে ভর্তি হয়েছিলেন ওই গবেষিকা। তিনি নিজেও একটি কলেজে অধ্যাপনার কাজে যুক্ত। বিনয় ভবনের এক অধ্যাপক তাঁর গবেষণার কাজে পরামর্শদাতা (গাইড) হন। গবেষণার কাজে নাম নথিভূক্তকরণের চার বছরের মধ্যে চূড়ান্ত উপস্থাপনা করতে ওই অধ্যাপককে অনুরোধ করেন তিনি। কিন্তু অভিযোগ, এর বিনিময়ে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি, গবেষিকাকে নিয়মিত চাপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে যেতে থাকেন। মদ্যপ অবস্থায় গভীর রাতে ফোন করেন। ভিডিও কল করে উত্যক্ত করাও শুরু করেন। গবেষিকা যাতে অন্যত্র বিয়ে করতে রাজি না হন, সে জন্য চাপ দিতে থাকেন। তাঁর ইচ্ছার বিরুদ্ধে ট্রেন, বাস ও বিভিন্ন জায়গায় পিছু নেওয়া শুরু করেন অভিযুক্ত ওই অধ্যাপক। কিন্তু কোনও অবস্থাতেই গবেষিকা তাঁর কোনও প্রস্তাবে সায় দিচ্ছিলেন না। এর মধ্যেই শান্তিনিকেতনে নিজের গাড়িতে জোর করে গবেষিকাকে তুলে নেন তিনি। অভিযোগ, গা঩ড়ির ভিতরে তাঁকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করেন অভিযুক্ত অধ্যাপক। সেই সময় তাঁর বিয়ে ঠিক হয়ে যায়। ফলে, পারিবারিক সম্মানহানির ভয়ে তিনি প্রশাসনকে বিষয়টি জানাননি। বিয়ে হওয়ার পরপরই  নির্যাতনের মাত্রা বাড়ে। গবেষণার কাজে তাঁকে চরম অসহযোগিতা করেন ওই অধ্যাপক। সেই সঙ্গে তাঁর ভবিষ্যৎ জীবন নষ্ট করে দেওয়ারও হুমকি দেন তিনি। এমতাবস্থায় ২০২২ সালের শুরুতে তিনি সমস্ত বিষয়টি শিক্ষা বিজ্ঞানের বিভাগীয় প্রধানের গোচরে আনেন। এতে অভিযুক্ত অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ফের তাঁকে বিশ্বভারতীর শিক্ষাবিভাগে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করেন। তিনি বিশ্বভারতীর ইন্টারনাল কমপ্লেইন্স কমিটি ফর দ্য প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগেইনস্ট উইমেন ইন ওয়ার্কপ্লেস (সংক্ষেপে আইসিসি বা বিশাখা কমিটি নামেও পরিচিত)-এর কাছে লিখিত অভিযোগ করেন। পরে কমিটির নির্দেশে বেশ কয়েকবার উপস্থিত হয়ে নিজের বয়ান ও তথ্য প্রমাণও জমা করেন। কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পরও সুবিচার পাননি বলে অভিযোগ। নির্যাতিতা তথ্য জানার অধিকার আইনে জানতে পারেন আইসিসি অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। শেষে বিষয়টি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেও জানান। তিনিও কর্ণপাত করেননি। এমনটাই অভিযোগ। এরপরই থানায় অভিযোগ করেন।

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ