বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

প্রতিবেশীর ধাক্কায়
প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ

 

সংবাদদাতা, বহরমপুর: বাসন্তী পুজোর মণ্ডপ তৈরিকে কেন্দ্র প্রতিবেশীর ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার সকালে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুর শহরের ক্ষেত্র হাজরা লেনে। মৃতের পরিবারের অভিযোগ, মণ্ডপ তৈরিকে কেন্দ্র করে বচসার মাঝেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রামকৃষ্ণ চক্রবর্তী (৫৫)। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ক্ষেত্র হাজরা লেনে বাড়ির পাশে দীর্ঘদিন ধরে পারিবারিক বাসন্তী পুজো করে আসছে চক্রবর্তী পরিবার। কিন্তু ওই জায়গা নিয়ে প্রতিবেশী দেবাশিস বোসের সঙ্গে আদালতে মামলা চলছিল রামকৃষ্ণ চক্রবর্তীর। এদিন মণ্ডপের কাজ শুরু করতেই দুই প্রতিবেশীর মধ্যে বচসা শুরু হয়। রামকৃষ্ণ চক্রবর্তীর ছেলে সুভাষ চক্রবর্তী বলেন, বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় মৃত্যু হয়েছে। যদিও দেবাশিসবাবু বলেন, যারা মণ্ডপের কাজ করছিল, তাদের বলেছিলাম এই জায়গা নিয়ে কেস চলছে, যেন মণ্ডপের কাজ করা না হয়। এছাড়া কারও সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়নি।

25th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ