বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

প্রতিবছর ৫ হাজারের বেশি মানুষ
যক্ষ্মা আক্রান্ত পঃ মেদিনীপুরে

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রতি বছর পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছেন। যক্ষ্মা রোগ একেবারে নির্মূল করতে শুক্রবার বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রচার অভিযান শুরু করল জেলার স্বাস্থ্যদপ্তর। পাশাপাশি আজ শনিবার বিদ্যাসাগর হলে এনিয়ে একটি সেমিনারের আয়োজনও করা হয়েছে।
স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, জেলায় প্রতিদিন যক্ষ্মা রোগে একজন করে মারা যান। চলতি বছর নতুন করে যক্ষ্মা রোগ ধরা পড়েছে প্রায় ২২০০ জনের শরীরে। জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে যক্ষ্মার চিকিত্সা চলছে ৫ হাজার ৫৯ জন রোগীর। এরমধ্যে এমডিআর টিবি (মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স টিউবারকুলসিস) বা প্রতিরোধী যক্ষ্মা ধরা পড়েছে প্রায় ৭০ জনের শরীরে। জেলা যক্ষ্মা আধিকারিক শক্তিপদ মুর্মু বলেন, সাধারণত কোনও ব্যক্তির টানা দু’সপ্তাহ ধরে জ্বর, কাশি, কাশির সঙ্গে রক্ত ওঠা, অস্বাভাবিক ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দিলে টিবি সন্দেহ করা হয়। ডিজিটাল এক্সরেতে থুতুর নমুনা পরীক্ষা করে দেখা হয় তাতে টিবির জীবাণু রয়েছে কি না। তাতেও ধরা না পড়লে ন্যাট পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা রোগের নির্ণয় করা হয়। নিয়মিত ওষুধ খেলে সাধারণত ছ’মাসের মধ্যেই টিবি রোগ সেরে যায়। চিকিত্সকদের কথায়, অনেকক্ষেত্রে যক্ষ্মা রোগীরা ছ’মাস ওষুধ খাওয়ার পর আপাত সুস্থ বোধ করে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। তাঁদের ক্ষেত্রে এই রোগ এমআরডি টিবি হয়ে ফিরে আসে। আবার অনেকে টিবি আক্রান্ত হওয়া সত্ত্বেও দিনের পর দিন বিনা চিকিৎসায় থেকে রোগ বাড়িয়ে তোলেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, যক্ষ্মা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিত্সকের পরামর্শে নিয়মিত ওষুধ খেলে সাধারণত যক্ষ্মা সেরে যায়। কিন্তু ওষুধ খাওয়ার অনিয়মেই শক্তিশালী হয়ে ওঠে যক্ষ্মার জীবাণু।  বিশ্ব যক্ষ্মাদিবস পালিত হচ্ছে ঝাড়গ্রাম শহরে। নিজস্ব চিত্র

25th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ