বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

জঙ্গলের পথে...। জয়ন্তী যাওয়ার রাস্তায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে কৌশিক সেনের তোলা ছবি। 

বাসস্থানের অভাব, দূষণে কমছে চড়ুই পাখির সংখ্যা

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: চড়ুই পাখি দেখতে কেমন হয় জানো? কখনও তাদের কিচিরমিচির ডাক শুনেছ? বিশ্ব চড়ুই দিবসে বর্ধমানের রমনাবাগানে পঞ্চম, ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের প্রশ্ন করছিলেন বনকর্তারা। স্কুল পড়ুয়া সায়ন ঘোষ, অনুশ্রী দে’রা মাথা নাড়িয়ে জানায়, চড়ুই পাখি তারা চেনে না। তাদের উঠানে এই পাখিদের কিচিরমিচির তারা শোনেনি। অথচ কয়েক বছর আগেও উঠান দাপিয়ে বেড়াত এই পাখির দল। খুঁটিয়ে খাবার খেয়ে উড়ে যেত। অনেক বাড়িতে পাখিদের খাবার জন্য ভাঁড়ে জল দেওয়া হতো। কিন্তু এখন তারা উধাও হয়ে গিয়েছে। 
বনদপ্তরের আধিকারিক আব্দুল মাসুদ বলেন, বিভিন্ন কারণে এই পাখির সংখ্যা কমে গিয়েছে। এধরনের পাখি মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। মাটির বাড়িতে বাসা করে তারা দিন কাটাত। এখন তাদের সেই বাসা নেই। তাছাড়া দূষণের কারণেও এই পাখির সংখ্যা কমে গিয়েছে। আগামী দিনে আমরা গ্রামে পাখির কৃত্রিম বাসা তৈরি করব। তিনি আরও বলেন, চড়ুই কৃষক বন্ধু। জমির বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে ফেলে। চড়ুইকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। 
পালসিটের গৃহবধূ টুম্পা দে বলেন, আগে সকাল হলেই উঠানে চড়ুই পাখির দল হাজির হয়ে যেত। সারাদিন ঘুরে বেড়িয়ে সন্ধ্যায় নিজের বাসায় আশ্রয় নিত। হঠাৎ করেই এই পাখির সংখ্যা কমে গিয়েছে। শহরে তো দূর, গ্রামেও চড়ুই পাখির দেখা মিলছে না। বনদপ্তরের আরএক আধিকারিক তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, সারা বিশ্বেই এই পাখির সংখ্যা কমে গিয়েছে। এটা যথেষ্ট উদ্বেগের। এই পাখি যাতে হারিয়ে না যায় তারজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। 
দলুইবাজারের স্কুল ছাত্র সায়ন ঘোষ বলে, শালিক, টিয়াপাখি দেখেছি। কিন্তু চড়ুই পাখি দেখিনি। তবে পাঠ্যপুস্তকে এই পাখি নিয়ে কবিতা পড়েছি। আরএক ছাত্রী বলে, বইয়ের ছবিতে এই পাখি দেখেছি। কিন্তু বাড়িতে কোনওদিন দেখিনি। বনদপ্তরের আধিকারিক বলেন, এই পাখির সংখ্যা কমে যাওয়ার অন্যতম মূল কারণ শব্দ দূষণ। মোবাইলের টাওয়ার থেকে বিকিরণের জন্যই এই পাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না তা এখনও জানা যায়নি। যদিও টাওয়ার বসানোর পর থেকেই চড়ুইয়ের সংখ্যা কমে গিয়েছে। কয়েক বছর আগেও এই পাখিদের সঙ্গে খেলা করতে করতে অনেকের শৈশব কেটেছে। এখনকার পড়ুয়াদের চড়ুই পাখি দেখতে পাঠ্য পুস্তক খুঁজতে হচ্ছে।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ