বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

জঙ্গলের পথে...। জয়ন্তী যাওয়ার রাস্তায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে কৌশিক সেনের তোলা ছবি। 

দালালদের সাহায্যে মাফিয়ারা জাল 
দলিল করে হাতিয়ে নিচ্ছে জমি, বাড়ি

সংবাদদাতা, কাটোয়া: জাল দলিল তৈরির জন্য বিভিন্ন গ্রাম থেকে ভুয়ো সাক্ষী, দাতা, গ্রহীতা, মৃত জমির মালিক ধরে আনত জমি মাফিয়ারা। আর এরজন্য ভুয়ো ব্যক্তিদের দু’হাজার টাকা করে দেওয়া হতো। রেজিস্ট্রি করতে যাওয়ার সময় তাদের ভালো জামা প্যান্ট, খাওয়াদাওয়া করানো হতো, যাতে একঝলক দেখেই তাদের সম্ভ্রান্ত বাড়ির লোক মনে হয়। কাটোয়ায় জাল দলিল কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিস। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, দলিল জাল করে এক একটি প্লট তিন থেকে চারবার বিক্রি হয়েছে, মাফিয়াদের এই কাজে সাহায্য করত দালালরা। বিভিন্ন গ্রাম থেকে তাদের আনা হতো টাকার টোপ দিয়ে। এরপর একজন বিশ্বস্ত লোকের নামে ক্রেতা সাজিয়ে টার্গেট করা জমি বা বাড়ি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হতো। পরে তাঁর কাছ থেকে সহজেই জমি মাফিয়ারা নিয়ে নিত। এরজন্য ভুয়ো ক্রেতাকে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হতো আর জাল দলিল করিয়ে আনা হতো কলকাতা থেকে। কাটোয়ায় জাল দলিল কাণ্ডে ধৃত পল্টু শেখ, নারায়ণ সরকার, মনসুর শেখ, মটর শেখ, টগর মাঝিদের আলাদা আলাদা গ্রামে বাড়ি। এরা চাষবাস করেই সংসার চালায়। এদের দু’হাজার টাকার টোপ দিয়ে ভুয়ো সাক্ষী, দাতা, গ্রহীতা সাজানো হয়েছিল। সই জাল থেকে ভুয়ো টিপসই দিতে সিদ্ধহস্ত জমি মাফিয়ারা। কাটোয়ার আতুহাট চক মৌজায় একটি বাড়ি ও একটি ফাঁকা জায়গার দলিল জাল করে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। ওই জায়গা দু’টি কাটোয়া শহরের বাসিন্দা জয়দেব মণ্ডলের নামে জালিয়াতি করে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জয়দেব মণ্ডলকে মূল চক্রী ফরজ আলি শেখ জোগাড় করে আনে বলে দাবি পুলিসের। 
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি কাটোয়া থানায় কেতুগ্রামের রসুইয়ের বাসিন্দা বরেনকুমার পাল ও কাটোয়া শহরের বর্ধমান রোডের বাসিন্দা মহম্মদ সুজন আহমেদ দু’টি পৃথক অভিযোগ করেন। বরেন পালের ১২ শতক ফাঁকা জায়গা ও সুজন আহমেদের একটি বাড়ি জাল দলিল করে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই মাফিয়া চক্রটি মৃত মানুষকে জীবন্ত সাজিয়ে জাল দলিল করে তাঁদের জমি ও বাড়ি রেজিস্ট্রি করিয়ে দখল নেওয়ার চেষ্টা করছিল। এরপরেই পুলিস তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করে।
কাটোয়ায় জাল দলিলের বড়সড় চক্র গজিয়ে উঠেছে। তারা রাতারাতি জমির চরিত্র বদল করা থেকে অন্যের জায়গা, বাড়ি দখল করে নিতে সিদ্ধহস্ত। কাটোয়া থানায় জাল দলিলের প্রচুর অভিযোগ জমা পড়ছে। সুজন আহমেদ বলেন, কৌশল করে আমার বাড়ি হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিল ওরা। আমাকে আমার বাড়ি ছেড়ে দেওয়ার জন্যই হুমকি দিচ্ছিল। ফাঁকা জায়গা বা বাড়ি থাকলেই জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে জাল দলিল করে। কিন্তু প্রশাসন কী করছে? অভিযোগ উঠছে, রেজিস্ট্রি অফিসের এক শ্রেণির কর্মীদের সঙ্গে যোগসাজশেই জমি মাফিয়ারা এসব করছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরেরও এক শ্রেণির কর্মী ও দালাল এই মাফিয়াদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে রেকর্ড করাতে সাহায্য করছে। তবে জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত রুখতে পুলিস কতটা সফল হবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এসব অভিযোগ নিয়ে কাটোয়া ১ বিএলআরও নীতীশ দাস বলেন, রেকর্ড করার জন্য অনলাইনে আবেদন জমা পড়লে আমাদের কাউকে ডাকার প্রয়োজন হয় না। কিছু দলিল অবশ্য কলকাতা থেকেই হয়ে আসে। তবে আমরা যদি বুঝি যে দলিল জাল, সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে থানায় এফআইআর দায়ের করি। আর আমাদের অফিসের কর্মী এসবের সঙ্গে জড়িত, সেই অভিযোগও ঠিক নয়। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। 

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ