বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

জঙ্গলের পথে...। জয়ন্তী যাওয়ার রাস্তায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে কৌশিক সেনের তোলা ছবি। 

ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের
সামনে সেলফি জোনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের সামনে বুধবার সেলফি জোনের উদ্বোধন হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলাশাসক সুনীল আগরওয়াল, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, পুলিস সুপার অরিজিৎ সিনহা  সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রথমদিন থেকেই জুওলজিক্যাল পার্কের সামনে তৈরি ‘আই লাভ ঝাড়গ্রাম’ লেখা ফটো পয়েন্টের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। একইসঙ্গে ফটো পয়েন্টের সামনে হাতি, হরিণের মূর্তি বসানো হয়েছে। এই ফটো পয়েন্ট তৈরি করতে প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছে। পাশাপাশি এদিন পার্কের ভিতরে স্বনির্ভর দলের একটি স্টলেরও উদ্বোধন করা হয়। মূলত মহিলাদের তৈরি বিভিন্ন জিনিস স্টল থেকে বিক্রি করা হবে। এদিন ঝাড়গ্রামের সিধু-কানু হলে হোম-স্টে মালিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। সেই কর্মশালায় ১০০টির বেশি হোম স্টের মালিক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে জেলায় শান্তির পরিবেশ রয়েছে। প্রচুর পরিমাণে পর্যটক আসছেন। তাঁদের কথা মাথায় রেখেই সেলফি জোন তৈরি করা হয়েছে। একইসঙ্গে জেলার স্বনির্ভর মহিলাদের তৈরি বিভিন্ন জিনিস যাতে সহজে পর্যটকরা কিনতে পারেন, তারজন্য স্টল তৈরি করে দেওয়া হল। জেলার পর্যটন শিল্পের বিকাশে নানা পরিকল্পনা করা হচ্ছে। 
জেলাশাসক বলেন, পর্যটকদের কথা মাথায় রেখে ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে ফটো পয়েন্ট বসানো হয়েছে। পাশাপাশি প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের সুবিধার জন্য বসার বেঞ্চের ব্যবস্থা করা হচ্ছে।-নিজস্ব চিত্র

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ