বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

সীমান্তে এবার অত্যাধুনিক
তারের বেড়া বিএসএফের 

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সীমান্ত দিয়ে পাচারের সময় হামেশাই তার কেটে দেয় পাচারকারীরা। তখন মুক্তদ্বারে পরিণত হয় সীমান্ত। বিঘ্নিত হয় সীমান্ত সুরক্ষা। আর তাই সীমান্ত পাচারকারীদের‌ দৌরাত্ম্য রুখতে নদীয়া-মুর্শিদাবাদ মিলিয়ে প্রায় ৫৬ কিলোমিটার কাঁটাতার পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বিএসএফ। অত্যাধুনিক ‘অ্যান্টি কাট’ তার দিয়ে এই ফেন্সিং তৈরি করা হচ্ছে বলে‌ জানা গিয়েছে।‌ এই তার ব্যবহারের ফলে সীমান্ত সুরক্ষা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।  বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন, সীমান্তে পাচারকারীদের দৌরাত্ম্য আটকাতে কাঁটাতার পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। পাচারকারীরা যাতে তার না কাটতে পারে তার জন্য অত্যাধুনিক অ্যান্টি কাট তার ব্যবহার করা হচ্ছে। 
প্রসঙ্গত, দিন‌ দিন সীমান্তে পাচারকারীদের উপদ্রব বাড়ছে। প্রায়শই সীমান্তে উদ্ধার হচ্ছে বিভিন্ন সামগ্রী। ধরা পড়ছে পাচারকারীরাও।‌ আবার সামগ্রী ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।‌ পাচারকারীদের বেআইনি কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে। পাশাপাশি অনুপ্রবেশ সমস্যাও মাথাচাড়া দিচ্ছে। অনেক সময় পাচারকারীরা সীমান্ত দিয়ে পাচারের সময় কাঁটাতার ছিঁড়ে দেয়। তখন অনায়াসেই এপার থেকে ওপার হওয়া যায়। এমনকি দীর্ঘদিন ধরে কাঁটাতার সংস্কার না হওয়ায় অনেক জায়গাতেই জং ধরে ক্ষয়ে গিয়েছে। আবার কোথাও কোথাও জমি জটের কারণে এখনও কাঁটা তার দেওয়া হয়নি। সেই সমস্যা মেটাতে সীমান্তে ফেন্সিং আরও মজবুত করতে তৎপর হয়েছে বিএসএফ। এর ফলে হিউম্যান ট্রাফিকিং-এর মতো সমস্যাও আটকানো যাবে বলে মনে করছেন বিএসএফের আধিকারিকরা।  উল্লেখ্য, দিন কয়েক আগেই ভীমপুরের মলুয়াপাড়া এলাকায় কাঁটাতার দেওয়া নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তখন চাঞ্চল্য ছড়িয়েছিল। বাসিন্দাদের অভিযোগ, ফেন্সিং দেওয়ার ফলে তাদের দীর্ঘ কয়েক বিঘা জমি কাঁটাতারের ওপারে চলে যাবে। তখন  জীবনযাত্রায় সমস্যা হবে। এমনকী বিএসএফ নিয়ম বহির্ভূতভাবে ফেন্সিং দিচ্ছে বলেও তাঁরা অভিযোগ তুলেছিলেন। যদিও বিএসএফের দাবি, নিয়ম মেনেই নির্দিষ্ট জায়গায় ফেন্সিংয়ের কাজ চলছে।  নিজস্ব চিত্র

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ