বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ঘাটালে নজর কাড়বে রঘুনাথপুর
তরুণ সঙ্ঘের ৩০ ফুটের সরস্বতী 

 

সংবাদদাতা, ঘাটাল: এবার সরস্বতী পুজোয় নজর কাড়বে ঘাটাল ব্লকের রঘুনাথপুর তরুণ সঙ্ঘের ৩০ ফুট লম্বা প্রতিমা। এতবড় প্রতিমা দেখার জন্যই পুজোর এক দিন আগে থেকে ঘাটাল মহকুমার বাসিন্দাদের কৌতূহল তুঙ্গে। তাই আজ ঘাটাল ব্লকে প্রতিমা দেখতে ভিড় উপচে পড়বে বলে অনুমান করা হচ্ছে। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, এত বড় সরস্বতী প্রতিমা এর আগে এই মহকুমায় কোথাও হয়েছিল বলে খবর নেই। তাই ওই প্রতিমা দেখার জন্য ভিড় হওয়াটাই স্বাভাবিক। সেজন্যই ওই প্রতিমাটি পুলিসের নজরে রয়েছে। এবছর রঘুনাথপুর তরুণ সঙ্ঘের পুজো ১৫ বছরে পড়েছে। বন্যা কবলিত প্রত্যন্ত গ্রামের ওই ক্লাবটি প্রত্যেক বছর বড় ক঩রেই সরস্বতী পুজোর আয়োজন করে। থাকে নানান ধরনের থিম। তাই অন্যান্য বছরও এই ক্লাবের পুজোকে ঘিরে উন্মাদনা থাকে। ক্লাবের সম্পাদক সুব্রত ঘোষ বলেন, এবার আমরা ৩০ ফুট উঁচু সরস্বতী মূর্তিটি করেছি। কোলাঘাট শ্যামচকের মৃৎশিল্পী বিজয় গুড়ে প্রতিমাটি তৈরি করছেন।  প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপও করা হয়েছে। এছাড়াও এই পুজোকে কেন্দ্র করে সাত দিন ধরে এখানে একটি মেলা বসছে। সেই সঙ্গে থাকছে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা। ওই পুজোটিকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের বাসিন্দারা দুর্গা পুজোর মতোই মেতে ওঠেন।
 নিজস্ব চিত্র

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ