বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ফের রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের
অভিযোগে বিক্ষোভ রাজগ্রাম রোডে

সংবাদদাতা, রামপুরহাট: ফের নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা সংস্কারের কাজ আটকে বিক্ষোভ দেখাল এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে বোলপুর রাজগ্রাম রোডের মুরারইয়ের বেগুন মোড়ে। স্থানীয়দের অভিযোগ, বেনিয়ম ঢাকতে রাতের অন্ধকারে নিম্নমানের কাজ করা হচ্ছে। হাতেই উঠে আসছে পিচ, পাথর। প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলে। পরে ঠিকাদার সংস্থার কর্মীরা ভালোভাবে রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে শান্ত হন মানুষজন।  
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নলহাটি থেকে রাজগ্রাম পর্যন্ত ৩১ কিমি রাস্তা সংস্কারের জন্য প্রায় দশ কোটি টাকা বরাদ্দ করে সরকার। সেই মতো কাজও শুরু করেছে পিডব্লুডি রোডস। অভিযোগ, সেই কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের। স্থানীয় বাসিন্দা মহম্মদ ইসলাম, মুর্তোজা শেখরা বলেন,  হাতেই উঠে আসছে পিচ পাথর। এখনই যদি এই হাল হয়, তাহলে ভবিষ্যতে কী হবে ভাবুন। আমরা চাই, ভালো গুনমানের রাস্তা হোক। নইলে রাস্তার কাজ বন্ধ থাকুক। এদিন প্রায় আধঘণ্টা ধরে বিক্ষোভ চলে। পরে ঠিকাদারের লোকজন এসে ভালোভাবে রাস্তা করার আশ্বাস দিলে ফিরে যান মানুষজন।এব্যাপারে পিডব্লুডি রোডসের জেলা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নাজির আহমেদ বলেন, রাজগ্রামের কাছে রাস্তার কাজ করার পর গরম পিচ মাখানো কিছুটা পাথর বেঁচে গিয়েছিল। সেটাই তুলে এনে বেগুন মোড়ে সংস্কার করা হচ্ছিল। পিচ ঠান্ডা হয়ে জমে যাওয়ার ফলে এমনটা হয়েছে। তবে ১০ মিটার মতো রাস্তায় এমনটা হয়েছে। বাকি রাস্তা ভালোভাবেই কাজ হয়েছে। আমরা ওই ১০ মিটার রাস্তা নতুনভাবে করে দেব। পাশাপাশি তিনি বলেন, ওই রাস্তায় যানবাহনের চাপ থাকে। তাই রাতের দিকে কাজ করা হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই রাস্তার রাজগ্রামে নিম্নমানের কাজের অভিযোগ তুলে একইভাবে বিক্ষোভ দেখান স্থানীয়রা।  

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ