বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দুবরাজপুরে শতাব্দী প্রাচীন
শ্মশান কালীর বিসর্জন

 

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার দুপুরে প্রথা মেনে দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশান কালী মায়ের বিসর্জন হল। প্রতিবছরই এই বিসর্জন দেখতে আশেপাশের গ্ৰাম থেকে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়। কথিত আছে, একসময় ঝাঁটা দেখিয়ে, গালিগালাজ করে মন্দির থেকে মাকে বের করা হতো। কিন্তু বর্তমানে এই রীতি উঠে গিয়েছে। তবে এখনও মাকে শিকল বেঁধে মন্দির থেকে বিসর্জনের জন্য বের করা হয়। পরম্পরা অনুযায়ী দাসপাড়ার লোকজন এবারও বিসর্জন করেন। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিস আগেভাগেই সবরকম ব্যবস্থা নিয়ে রেখেছিল। স্থানীয় বাসিন্দা গুরুপদ দাস বলেন, এক সময় মাকে মন্দিরের বেদি থেকে নামাতে গালিগালাজ করা হতো। ঝাঁটাও দেখানো হতো। এখন সেসবের চল নেই। গত দু’বছর ভিড় কম ছিল। এবার একাদশীর দিন মায়ের নিরঞ্জনকে ঘিরে বহুদূর দূরান্তের মানুষজনের সমাগম হয়েছে।

7th     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ