বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বিজয়া দশমীতে কাঠামো পুজো,
নবদ্বীপে রাস উৎসবের প্রস্তুতি

 

সংবাদদাতা, নবদ্বীপ: বিজয়া দশমীর সন্ধ্যায় কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বৈষ্ণবতীর্থ নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসবের প্রস্তুতি। বুধবার সন্ধ্যা থেকে চিরাচরিত প্রথা মেনে নবদ্বীপের বেশ কিছু বারোয়ারি পূজো কমিটির উদ্যোক্তা প্রতিমার কাঠামো পুজো করেন। পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই কাঠামো পুজো হয়। 
এদিন নবদ্বীপের ঐতিহ্যবাহী প্রায় তিনশো বছরের প্রাচীন আমপুলিয়া পাড়ার শবশিবা, ১০৮ বছরের প্রাচীন ফাঁসিতলার কৃষ্ণকালী মাতা, দক্ষিণ বঙ্গপাড়া সংগঠনী ক্লাবের মহিষমর্দিনী মাতা, তেঘড়িপাড়া ষষ্ঠীতলার নবদুর্গা ও বেলতলার চণ্ডীমাতা, অভয়মাতলার মহিষমর্দিনী মাতা ইত্যাদির মতো বেশ কিছু বারোয়ারির কাঠামো পূজো হয়। উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর মঙ্গলবার নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ শাক্ত ও বৈষ্ণবদের মিলন উৎসব রাস পুজো। মন্দির নগরী এই শহরে শাক্ত, বৈষ্ণব, শৈব মতাবলম্বীদের তিনশোর বেশি বিভিন্ন দেবদেবীর পূজো হয়। বিজয়া দশমীর দিন অল্প সংখ্যক বারোয়ারির কাঠামো পুজো হলেও কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নবদ্বীপের অধিকাংশ বারোয়ারির কর্মকর্তা তাঁদের কাঠামো পুজো করে থাকেন। ঐতিহ্যপূর্ণ এই রাসপুজোর বিভিন্ন দেবদেবীর সুউচ্চ প্রতিমা দর্শন করতে অসংখ্য মানুষ ভিড় করেন নবদ্বীপে। নবদ্বীপ কেন্দ্রীয় রাস উৎসব কমিটির কার্যকরী সভাপতি দিলীপ চট্টোপাধ্যায় বলেন, রাস উৎসব নবদ্বীপবাসীর কাছে জাতীয় উৎসব। গত দু’বছর করোনার কারণে উৎসবে তেমন জাঁকজমকভাবে হয়নি। 
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, রাস উৎসব নবদ্বীপের মানুষের কাছে মনের উৎসব, প্রাণের উৎসব। লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে আসেন। নবদ্বীপ হেরিটেজ টাউন। শ্রীচৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছেন। ধর্মপ্রাণ মানুষ এবং সর্বসাধারণকে রাস উৎসবে চৈতন্যধামে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

7th     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ