বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কালনার ২৫০ বছরের গোপাল
জিউ মন্দিরে জন্মাষ্টমী পালন

সংবাদদাতা, কালনা: জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার কালনা শহরের ২৫০ বছরের প্রাচীন গোপাল জিউ মন্দিরে ভক্তরা উৎসবে মাতলেন। এদিন কষ্টিপাথরের প্রাচীন গোপালের মূর্তির পূর্ণাভিষেক সহ পুজোপাঠ চলে। ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে গোটা মন্দির চত্বর আলো দিয়ে সাজানো হয়েছে। 
উল্লেখ্য, ১৭৬৬ সালে বর্ধমানের মহারাজাদের হাত ধরে এই গোপাল জিউ মন্দির গড়ে ওঠে। ২৫টি চূড়া বিশিষ্ঠ এই প্রাচীন টেরাকোটার মন্দিরটি  ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীন। বাসিন্দাদের দাবি, বর্ধমান রাজাদের দৌলতে জেলার বিভিন্ন প্রান্তে শিব, কৃষ্ণ সহ নানা মন্দির তৈরি হয়েছে। কিন্তু গোটা জেলায় এই একটিমাত্র গোপালদেব অধিষ্ঠিত মন্দির রয়েছে। কষ্টিপাথরের গোপাল মূর্তিটি ঘিরে ভক্তেরা সারাবছর বিভিন্ন উৎসবে মেতে ওঠেন। সেবা কমিটি গড়ে এলাকাবাসীরা তা পরিচালনা করেন। কমিটির সম্পাদক অরূপ ভট্টাচার্য বলেন, এমন সুদৃশ্য গোপাল জিউ মন্দির আর কোথাও রয়েছে বলে জানা নেই। বছরের নানা অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ছাড়াও দেশ-বিদেশ থেকে বহু পর্যটকরা আসেন। পুরাতত্ত্ব বিভাগের অধীনে থাকলেও মন্দিরটির বহু স্থাপত্য আজ ধ্বংসের পথে। আমরা চাই, পুরাতত্ত্ব বিভাগ প্রাচীন এই স্থাপত্যটির সংস্কারের দিকে নজর দিক।

20th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ