বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ব্যস্ত রাস্তায় নর্দমার স্ল্যাব 
দীর্ঘদিন ভাঙা, ক্ষোভ

সংবাদদাতা, নবদ্বীপ:  নবদ্বীপ স্বরূপগঞ্জঘাট বাসস্ট্যান্ডে ঢোকার মুখে নর্দমার উপরের স্ল্যাবটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। একটু অসাবধান হলেই যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন বাস ও অটোযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। নবদ্বীপ স্বরূপগঞ্জঘাট বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন নবদ্বীপঘাট ও কৃষ্ণনগর রুটের অসংখ্য বাস ও অটো যাতায়াত করে। কয়েকশো মানুষ এই বাসস্ট্যান্ড থেকে বাস ও অটো ধরেন। কিন্তু ওই বাসস্ট্যান্ডে ঢোকার মুখে, গুরুত্বপূর্ণ বেশকিছুটা অংশ প্রায় এক থেকে দেড় মাস ধরে ভেঙে পড়ে আছে। স্থানীয় লোকজন সেই জায়গায় কিছু ডালপালা ফেলে রেখেছেন। যাতে বিষয়টি পথচারীদের নজরে আসে। দুর্ঘটনা এড়ানো যায়। এ প্রসঙ্গে স্বরূপগঞ্জ পঞ্চায়েতের প্রধান সিরাজুল শেখ বলেন, ওই নর্দমাটি সিএমসিবি পঞ্চায়েতের অধীনে। এর আগে পাশের কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। সেই সময় আমরা মেরামত করে দিয়েছিলাম। এবার সিএমসিবি পঞ্চায়েত থেকে ওরাই মেরামত করে দেবে বলে জানিয়েছে। চরব্রহ্মনগরের বাসিন্দা পেশায় টোটোচালক জয়দেব মণ্ডল বলেন, গাড়ি নিয়ে বাসস্ট্যান্ডে ঢোকা আর বের হওয়া খুব অসুবিধাজনক হয়ে পড়েছে। যে কোনও মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটে যাবে।

15th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ