বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দোকানের ক্যাশবাক্স ফাঁকা, রেগে মিষ্টিতে
ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে দিল চোরেরা

সংবাদদাতা, দুর্গাপুর: পাণ্ডবেশ্বর থানা এলাকায় মিষ্টির দোকানে চুরি করতে এসে নগদ টাকা না মেলায় দুষ্কৃতীর দল ক্ষুব্ধ হয়ে সমস্ত মিষ্টিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দিল। ওই দুষ্কৃতীর দল দু’টি গ্যাস ভর্তি রান্নার সিলিন্ডার ও ৭  টিন ভোজ্য তেল ও ডালডা ঘি সহ বেশ কিছু সামগ্রী চুরি করে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকার ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিস ও পাণ্ডবেশ্বর চেম্বার অব কমার্সের সদস্যরা আসেন। নতুন মিষ্টির দোকান খোলার ৫ দিনের মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়তেই মিষ্টির ব্যবসা চিরকালের জন্য বন্ধ করে দিলেন বলে দাবি ব্যবসায়ী জয়ন্ত লাহার। পুলিস ঘটনাস্থল খতিয়ে দেখে মিষ্টির নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তদন্তের স্বার্থে। ব্যবসায়ী মহল সূত্রে জানা গিয়েছে, কোন্দা এলাকার বাসিন্দা মিষ্টি ব্যবসায়ী বছর বত্রিশের জয়ন্তবাবু। তিনি সংসারে হাল ধরতে ১৪ বছর বয়স থেকে এলাকায় চায়ের দোকান করেন। পরিবারের সঞ্চয়ের টাকা দিয়ে পাণ্ডবেশ্বর স্টেশন রোড এলাকায় মিষ্টির দোকান খোলেন। রথের দিন অর্থাৎ শুক্রবার মিষ্টির দোকানে পুজো অর্চনা করে পথচলা শুরু হয়। ৫ দিন সম্পূর্ণ হতে না হতেই দোকানে দুষ্কৃতীদের হানা। 
জয়ন্তবাবু বলেন, ১৮ বছর ধরে চা বিক্রি করেছি। খুব কষ্ট করে পুঁজি লাগিয়ে দোকান ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা শুরু করেছিলাম। প্রায় ৬০ হাজার টাকার পুঁজি শেষ হয়ে গেল। দুষ্কৃতীরা ক্যাশবাক্সে টাকা না পেয়ে সমস্ত মিষ্টিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দিয়েছে। প্রায় ১২ হাজার টাকার মিষ্টি নষ্ট হয়েছে। অনেক সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। আমি গরিব ঘরের ছেলে। এমন ভাবে ক্ষতি করল দুষ্কৃতীরা। আর আমি এই ব্যবসা করব না। ফের গ্রামে চায়ের দোকান চালাব। আমার সমস্ত পুঁজি শেষ করে দিয়েছে। পুলিসে লিখিত অভিযোগ দায়ের করেছি। পাণ্ডবেশ্বর চেম্বার অব কমার্সের সম্পাদক সুরেন্দ্র প্রসাদ বর্মা বলেন, ওই এলাকায় প্রায় ১০০টি দোকান আছে। কোনও দিন চুরি হয়নি। এছাড়াও রাতে এলাকায় পুলিসও থাকে। সিসিটিভি লাগানোর জন্য এডিডিএ-র কাছে আবেদন করেছি। কিন্তু এই ভাবে মিষ্টি নষ্ট করে ব্যবসার ক্ষতি করে দেওয়া হল। পুলিসে বিষয়টি জানানো হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।  নিজস্ব চিত্র

7th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ