বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

নবদ্বীপের ১১ বছরের আয়ুষ চায়
যোগাসনে দেশের প্রতিনিধিত্ব করতে

সংবাদদাতা, নবদ্বীপ: ১১ বছরের ছোট্ট আয়ুষের স্বপ্ন যোগা ডাক্তার হওয়া। নবদ্বীপ রানিরচড়ার আয়ুষের যোগাসনের খ্যাতি এর মধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেই আয়ুষ যোগাসনের মাধ্যমে সারিয়ে তুলতে চায় অসংখ্য অসুস্থ মানুষকে। তবে এখনই তার লক্ষ্য যোগাসনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। চরম দারিদ্রের সঙ্গে লড়াই চালিয়ে ছেলের স্বপ্নপূরণ করতে চান তার বাবা ভোলানাথ ভৌমিক ও মা পিঙ্কিদেবী। তাঁরা দুজনেই গেঞ্জি সেলাই করে কোনওরকমে সংসার চালান। অভাবের মধ্যেও তাঁরা চান, যোগ ব্যায়ামে দেশবিদেশে নিজেকে প্রতিষ্ঠিত করুক আয়ুষ। 
নবদ্বীপ হিন্দুস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ।  ইতিমধ্যে সে বিভিন্ন সংস্থার উদ্যোগে রাজ্য ও জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কোথাও চ্যাম্পিয়ন, কোথাও রানার্স, কোথাওবা সেরার সেরা হয়েছে। এবার লক্ষ্য রাজ্য ও জাতীয় স্তর পেরিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। সে জানায়, প্রতিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটাই আমার লক্ষ্য। বড় হয়ে আমি একজন যোগা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। আয়ুষের মা বলেন, ওকে সুস্থ রাখতে মাত্র সাড়ে তিন বছর বয়স থেকে ওকে যোগব্যায়াম শিক্ষক অমলানন্দ মজুমদারের কাছে নিয়ে যাই। কেননা শ্বশুরবাড়ির আর্থ্রারাইটিস বাতের জিনগত সমস্যা আছে। আয়ুষকে এই সমস্যায় যাতে ভুগতে না হয়, সেজন্যই যোগাসন শিখতে নিয়ে যাওয়া।  তিন চার মাস শেখার পরে শিক্ষকের নির্দেশে নবদ্বীপের একটি যোগ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিল আয়ুষ। এরপর ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগ প্রতিযোগিতা অংশ নিয়ে বেশিরভাগ সময় প্রথম হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড় করা আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের পক্ষে খুবই কষ্টকর। তবে এরই মধ্যে  স্থানীয় চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং নাথ সম্প্রদায় আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। আগামী দিনে আয়ুষের সাফল্যের জন্য আমাদের আর্থিক সাহায্যের প্রয়োজন। এখন ওকে ত্রিবেণীতে যোগ প্রশিক্ষণের জন্য নিয়ে যেতে হয়। বাবা জানান, এতদিন আয়ুষ অংশগ্রহণের বয়স না হওয়ায় যোগাসনে সরকারি চ্যাম্পিয়নশিপে  অংশ নিতে পারেনি। এখন ও ১১। তবে ইতিমধ্যে ১০-১৮ বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়ুষ প্রথম হচ্ছে। এই সাফল্য ধরে রাখতে গেলে, কাঠমাণ্ডু ইন্টারন্যাশনাল যোগা ইভেন্টের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে গেলে আর্থিক সাহায্যের প্রয়োজন। নিয়মিত আয়ুষের খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হয়। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে পুরসভা সব সময় থাকে।

1st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ