বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

অনুমোদন বিহীন অবৈধ বহুতলের
মালিকদের নোটিস জঙ্গিপুর পুরসভার

 

সংবাদদাতা, জঙ্গিপুর: পুরসভার অনুমোদন বিহীন ও অবৈধ বহুতল নির্মাণকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জঙ্গিপুর পুর কর্তৃপক্ষ। এই মর্মে শহরের বেশ কয়েকটি বহুতল নির্মাণকারী প্রতিষ্ঠান ও বহুতলের মালিককে নোটিস পাঠিয়েছে পুরসভা। তাদের সাতদিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত কারণ ও ছাড়পত্র দেখাতে না পারলে অবৈধ নির্মাণে বুলডোজার চালাবে পুরসভা। অবৈধভাবে বহুতল নির্মাণকারীদের কিছু ক্ষেত্রে মোটা টাকা জরিমানাও করা হতে পারে। যদিও দু’একটি প্রতিষ্ঠান আইনি পথে যাওয়ার কথা ভাবছে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে। পুরসভা অবৈধ নির্মাণ ভেঙে ফেলে কিনা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এ প্রসঙ্গে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মোফিজুল ইসলাম বলেন, অবৈধভাবে বহুতল নির্মাণের বিষয়ে আমরা শহরের প্রায় ৮টি বহুতল নির্মাণকারী প্রতিষ্ঠানকে নোটিস পাঠিয়েছি। সমস্ত কিছু খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। অবৈধভাবে বহুতল নির্মাণের ক্ষেত্রে কোনওরকম আপস করা যাবে না।
জানা গিয়েছে, জঙ্গিপুর পুর কর্তৃপক্ষ গঙ্গা নদীর পশ্চিম পাড়ে রঘুনাথগঞ্জ শহরে গড়ে ওঠা একাধিক বহুতল নির্মাণকারী প্রতিষ্ঠানকে নোটিস পাঠিয়েছে। এই প্রতিষ্ঠান বা মালিকরা পুর আইন লঙ্ঘন করে গড়ে তুলছে একের এক বহুতল। অনেক ক্ষেত্রে তারা কোনো নিয়মের তোয়াক্কা না করে নির্মাণ কাজ করে চলেছেবলে অভিযোগ। কোনও নির্মাণকারী কিছু ক্ষেত্রে পুরসভার অনুমতি নিলেও অনুমোদনের চাইতে ঢের বেশি নির্মাণ কাজ করেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর এলাকায় চারতলা পর্যন্ত বহুতল নির্মাণ করা যাবে। অথচ শহরে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছয় তলা বা সাত তলা নির্মাণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। অপরদিকে কেউ দু’হাজার স্কোয়ার ফিটের অনুমোদন নিলেও পরে তারা অবৈধভাবে আড়াই হাজার বা তার বেশি কাজ করেছে বলে অভিযোগ। এসব ক্ষেত্রে পুরসভা ওই বহুতল ভেঙে ফেলা হবে জানিয়েছে। এছাড়া, বেশি অংশ কাজ করে নেওয়ার ক্ষেত্রে তাদের মোটা অঙ্কের জরিমানা করা হবে। রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানের পাশের একটি বহুতলে সাততলার কাজ চলছে বলে অভিযোগ। যদিও ওই বহুতলের মালিক গঙ্গা ঘোষ বলেন, আমি এরকম কোনও নোটিস পাইনি। এছাড়া আমার কোনও জায়গা নেই বা অবৈধ কাজ করিনি। এছাড়া, অফিস পাড়া, বালিঘাটা, দরবেশপাড়া সহ মোট আটটি বহুতল নির্মাণকারীকে নোটিস পাঠিয়েছে পুরসভা। দরবেশপাড়ার একটি বস্ত্র প্রতিষ্ঠানকে অনুমোদনের চাইতে বেশি কাজ করার জন্য নোটিস পাঠিয়েছে। ইতিমধ্যে নির্মাণ কাজের মাপজোখও করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে বিকি খান বলেন, বাবা বিশেষ কাজে বাইরে রয়েছেন। এ সম্পর্কে যা বলার বাবা বলবেন।  

26th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ