বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

গলসিতে বাইকে লরির ধাক্কায় মৃত ২, আগুন

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মঙ্গলবার বিকেলে গলসির মানিক বাজারের কাছে লরির ধাক্কায় বাইক চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাইক ও ট্রাকে আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভায়। বাইকটি লরির নীচে আটকে যায়। বাইকটি নিয়ে ট্রাকটি প্রায় ৫০০ মিটার রাস্তা চলে যায়। তার ফলে ঘর্ষণের জেরে বাইক ও ট্রাকে আগুন ধরে যায় বলে পুলিস মনে করছে। এই ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। রাস্তার উপর সারি দিয়ে ট্রাক, বাস দাঁড়িয়ে যায়। গলসি থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিস জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ট্রাক চালক ও খালাসি দুর্ঘটনার পরেই চম্পট দেয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, লরিটি বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। পারাজের কাছে মানিকবাজারে সার্ভিস রোড ধরে বাইক চালক জাতীয় সড়কে ওঠে। রাস্তা পার হওয়ার সময় বাইকটি ট্রাকের নীচে চলে যায়। বাইক চালক ও আরোহী দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা বলেন, লরিটির গতি অনেকটাই বেশি ছিল। বাইক চালকও দ্রুত গতিতে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। লরিটি ধাক্কা মারে। বাইক চালক ও আরোহী রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ জাতীয় সড়কের পাশে পড়েছিল। পুলিস এসে তাঁদের হাসপাতালে পাঠায়। গলসি থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাইকটি পুড়ে গিয়েছে। মৃতদের কাছে থেকে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। সেই কারণেই তাঁদের ঠিকানা বা পরিচয় জানা যায়নি। 

26th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ