বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

জোগান বাড়ায় সিউড়িতে শীতকালীন
সব্জির দাম কিছুটা কমল, ক্রেতাদের স্বস্তি

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বহুদিন পর সাধারণের নাগালে এসেছে শীতকালীন সব্জি। সকালে বাজারে গিয়ে কিছুটা হাসিমুখ নিয়েই বাড়ি ফিরছেন ক্রেতারা। চলতি সপ্তাহেই জোগান বাড়ায় সিউড়ির বিভিন্ন বাজারে শীতকালীন সব্জির দাম কমতে শুরু করেছে। যেমন দেড় সপ্তাহ আগে যে ফুলকপির দাম ছিল ৩৫ টাকা, তা এখন কমে ১৮-২০ টাকা হয়েছে। টোম্যাটো পাওয়া যাচ্ছে কেজি প্রতি ১৬ টাকায়। বেগুন ২৫ টাকা। পাশাপাশি কাঁচা আলুও বাজারে সর্বত্রই কেজি প্রতি ১০ টাকায় মিলছে। এর ফলে স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের। এমনিতেই লাগাতার প্রাকৃতিক দুর্যোগের কারণে ভয়ে ভয়ে সব্জি চাষ করেছিলেন রাজ্যের চাষিরা। বীরভূমে লাভপুর, নানুর সহ বেশ কয়েকটি ব্লকে সব্জিচাষ হয়। এছাড়া মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান থেকেই সিউড়ির বাজারগুলিতে সব্জি আসে। শহরের দু’-তিন জায়গায় সপ্তাহের প্রতিদিনই সব্জিবাজার বসে। বড়বাগান নেতাজি মার্কেট থেকে শহরের বাকি বাজারগুলিতে সব্জি যায়। চলতি সপ্তাহেই শীতকালীন সব্জির জোগান বেড়েছে। চাষিদের ফলনও ভালো হয়েছে। জোগান বাড়ায় দাম অনেকটাই কমেছে। দেড় সপ্তাহ আগেও যে ফুলকপির প্রতি পিসের দাম পড়ত ৩৫টাকা, তা এখন কমে ২০টাকা হয়েছে। বাঁধাকপির দামও কমে ১০টাকা হয়েছে। মটরশুঁটি ২৬ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়াও বাকি শীতকালীন সব্জির দাম প্রতি ক্ষেত্রেই ১০ থেকে ১৫ টাকা কমেছে। এছাড়া কাঁচা আলুর জোগান বাড়ায় ৮ টাকা থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 
শহরের এক বাসিন্দা সুমন্ত চৌধুরী বলেন, এক সপ্তাহের মধ্যেই প্রতিটি সব্জির দাম কমেছে। ভেবেছিলাম এবারের প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো বহু ফসল নষ্ট হয়ে গিয়েছিল। বাজার আগুন হবে। কিন্তু বাজার করতে এসে কিছুটা আশ্বস্ত হলাম। পকেটের কিছু টাকাও বাঁচছে।
সব্জি ব্যবসায়ী পূর্ণচন্দ্র সাউ বলেন, বাজার প্রতিদিন ওঠানামা করলেও দাম চলতি সপ্তাহে অনেকটা কমেছে। সব্জির জোগান ভালো থাকায় আমরাও কম দামে পাইকারি সব্জি কিনতে পারছি।

22nd     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ