বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কোতুলপুরে পিটিয়ে খুনের
দায়ে ৭ জনের যাবজ্জীবন

সংবাদদাতা, বিষ্ণুপুর ও পুরুলিয়া: কোতুলপুরের খিরি গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের দায়ে বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা আদালতের বিচারক সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন। আকবর মণ্ডল, রশিদ মণ্ডল, উমর মণ্ডল, মনসুর মণ্ডল, বাদশা মণ্ডল, শেখ সাবের ও শেখ হোসেনকে বুধবার দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের প্রত্যেকেরই বাড়ি খিরি গ্রামেই। এদিন আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক আতাউর রহমান সাজা ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিনমাস কারাবাসের আদেশ দেন।   
সরকারপক্ষের আইনজীবী গুরুপদ ভট্টাচার্য বলেন, গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে ২০১৭সালের ৭এপ্রিল সন্ধ্যায় খিরি গ্রামের খাঞ্জাপাড়ায় মোতিউর মণ্ডল সহ আরও কয়েকজনের উপর হামলা হয়। ঘটনায় গুরুতর জখম হন মোতিউর সাহেব। পরের দিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় আকবর সহ মোট ২২জনের বিরুদ্ধে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের হয়। মূল অভিযুক্ত আকবর সহ সকলকেই পুলিস ধাপে ধাপে গ্রেপ্তার করে। পরে বাকিরা জামিন পেলেও আকবর বিষ্ণুপুর জেলে বন্দি ছিল। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতের বিচারক মূল অভিযুক্ত সহ মোট সাতজনকে দোষী সাব্যস্ত করেন। বাকিরা উপযুক্ত প্রমাণের অভাবে খালাস পান।  বৃহস্পতিবার দোষীদের সাজা ঘোষণা হয়। এদিন সাজা শুনে প্রত্যেকে কাঠগড়াতেই কান্নায় ভেঙে পড়েন।  সাজাপ্রাপ্ত আকবর মণ্ডলের এক নাতি রাজেশ শেখ বলেন, আমার আত্মীয়রা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আবেদন জানাব। 
 আড়ষায় বধূকে ধর্ষণের দায়ে কারাদণ্ড: আড়ষা থানার ঝুঁঝকা গ্রামে বাড়িতেই এক গৃহবধূকে ধর্ষণের দায়ে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্রাক ফার্স্ট কোর্ট) তাপস কুমার মিত্র এই রায় দেন। পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী সুবোধ কুমার চট্টোপাধ্যায় বলেন, ২০১৭ সালের ১৭আগস্ট ঝুঁঝকা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে পরিমল মাহাত নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে গ্রেপ্তারের পর ওই যুবক জামিনে মুক্ত ছিল।

21st     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ