বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

চাকদহের গ্রামে পরিস্রুত জলের
সংযোগ দেওয়ার কাজ শুরু হল

সংবাদদাতা, কল্যাণী: চাকদহ ব্লকের চাঁদুড়িয়া-১ পঞ্চায়েত এলাকায় বুধবার থেকে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। এদিন ওই পঞ্চায়েতের ১৮ নম্বর ওয়ার্ডের বলিদাপাড়ায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি পরিবারের বাড়িতে জলের কল বসিয়ে আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু করা হয়। চাকদহের পলাগাছায় অবস্থিত জল প্রকল্প থেকে পাইপ লাইনের সাহায্যে গ্রামের বিভিন্ন প্রান্তে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া শুরু হয়েছে। 
চাঁদুড়িয়া-১ অঞ্চলে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। বাড়ি বাড়ি জলের সংযোগ না থাকায় সমস্যা হতো বাসিন্দাদের। রাস্তার ধারে পিএইচই-র কল থেকে জল সংগ্রহ করতে হতো। কিন্তু বর্তমানে অনেক কল বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে একপ্রকার বাধ্য হয়ে আর্সেনিক প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও এতদিন টিউবওয়েল বা পাম্প করে মাটির তলার জল তুলে ব্যবহার করতে হতো বাসিন্দাদের। পরিস্রুত পানীয় জলের সংযোগ না থাকায় এখানকার অনেকে আবার বাধ্য হয়ে পানীয় জল কিনে খেতেন। এবার জলের সংযোগ প্রত্যেক বাড়িতে পৌঁছে গেলে সেইসব সমস্যা দূর হবে বলে বাসিন্দাদের ধারণা। পিএইচই-র উদ্যোগে এবং স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় জোর কদমে জলের সংযোগ দেওয়ার কাজ চলবে বলে জানা গিয়েছে। আগামী তিনমাসের মধ্যে গোটা গ্রামের ২২টি সংসদ এবং ২৬টি ওয়ার্ডের প্রায় দশ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতিমধ্যে মজুত করা হয়েছে। পঞ্চায়েতের তরফে জানা গিয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে বাসিন্দাদের এই পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে।
২০২০ সালের মাঝামাঝি সময়ে গ্রামীণ এলাকায় প্রত্যেক বাড়িতে নলবাহিত জল পৌঁছে দিতে ‘জলস্বপ্ন’ প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই এই এলাকায় পাইপলাইন বসানোর কাজ শুরু হয়ে যায়। দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পূর্ণ করে এদিন থেকে প্রত্যেক বাড়িতে সংযোগ দেওয়ার কাজ শুরু করা হয়। বিভিন্ন ছোট, বড় গলিতেও পাইপলাইন বসিয়ে সংযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। 
এই বিষয়ে পঞ্চায়েত প্রধান শেফালী দাস হালদার বলেন, আমাদের এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা মিটতে চলেছে। যত দ্রুত সম্ভব সংযোগ দেওয়ার কাজ শেষ করার জন্য বলা হয়েছে। অন্যদিকে, জেলা পরিষদের সদস্য তীব্রজ্যোতি দাস বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পটি আমাদের অঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে পেরে আমরা খুশি। স্থানীয় এক বাসিন্দা মারুফা মণ্ডল বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। রাস্তার কল থেকে জল আনতে হতো। এখন বিনামূল্যে বাড়িতে জলের সংযোগ পেয়ে অনেকটাই উপকার হল। 

20th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ