বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ঠান্ডায় জ্বর ও সর্দি বাড়ছে দেখে সিউড়ির
মানুষ প্যারাসিটামল কিনে স্টক করছেন

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি শহরে অনেকেরই জ্বর। তাই তড়িঘড়ি প্যারাসিটামল ট্যাবলেট কিনছেন শহরের মানুষ। অনেকে আগেভাগেই জ্বরের আশঙ্কায় স্টক করছেন প্যারাসিটামল। জেলা স্বাস্থ্যদপ্তরের পরামর্শ, জ্বর মানেই কিন্তু করোনা নাও হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতেই ক’টা দিন থাকা উচিত। খুব অসুবিধা হলে কোভিড টেস্ট করিয়ে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ মেনে এগতে হবে। জানুয়ারির শীতে হঠাৎ বৃষ্টি হওয়ায় ঠান্ডা রীতিমতো জাঁকিয়ে বসেছে। হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণেই ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে এই জ্বর এসেছে বলে অভিমত বাসিন্দাদের।
এমনিতেই দিন কাটছে করোনার আবহে। তবে আশার আলো তা ধীরে ধীরে কমছে এবং আক্রান্ত অনেকেই বাড়িতে আইসোলেশনে থেকেই সম্পূর্ণ সুস্থ হচ্ছেন। এমাসে গত দু’দিন হাল্কা বৃষ্টির কারণে অনেকের ঠান্ডা লেগেছে বলে জানিয়েছেন। এতে কারও কারও জ্বর, সর্দি, কাশিও হচ্ছে। তার ফলে হঠাৎ গত দু’তিন দিনে শহরের ওষুধ দোকানগুলিতে প্যারাসিটামলের চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। কোনও কোনও দোকানে একদিনেই মজুত থাকা প্যারাসিটামল নিঃশেষ হয়ে যাচ্ছে। তবে অনেক শহরবাসীর মতে, শীতকালে এমন সাধারণ জ্বর লেগেই থাকে। তবুও যাতে কোনও খামতি না থাকে, তাই আগেভাগেই তাঁরা প্যারাসিটামল, গ্যাসের ওষুধ মজুত করছেন। জ্বর হওয়া মানেই যে কোভিড নয়, তা কিছুটা বুঝতে পারছেন সাধারণ মানুষজন। অনেকের মন থেকে আতঙ্কের মেঘ কিছুটা কাটছে।
শহরের এক বাসিন্দা রক্তিম চৌধুরী বলেন, ঠান্ডা থেকেই জ্বর হয়েছে। আপাতত একদিন প্যারাসিটামল খেয়েই সুস্থ হয়েছি। তবে ওষুধ দোকানে প্যারাসিটামল একটার বেশি পাতা দিচ্ছে না।  বীরভূম স্বাস্থ্যজেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, হঠাৎ বৃষ্টিতে ঠান্ডা পড়েছে। এতে সাধারণ জ্বর, কাশি হবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খুব অসুবিধা না হলে বাড়িতেই থাকুন। ডবল মাস্ক ব্যবহার করতে হবে। তবে খুব অসুবিধা হলে অবশ্যই টেস্ট করিয়ে স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মোতাবেক চলতে হবে। 

20th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ