বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কর্মস্থলে গিয়ে টিকা শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: একশো দিনের কাজের স্থলে গিয়ে শ্রমিকদের করোনা টিকা দিল প্রশাসন। শনিবার বিষ্ণুপুর মহকুমার ব্লকগুলিতে এই কর্মসূচি নেওয়া হয়। প্রশাসনের দাবি, প্রায় সব ব্লকেই ১০০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। তবু যাঁরা এখনও পাননি তাঁদের চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে ১০০ দিনের কাজের স্থলে গিয়ে শ্রমিকদের টিকাকরণ অন্যতম। প্রত্যন্ত এলাকার শ্রমিকদের মধ্যে যাঁরা টিকা পাননি তাঁদের জন্য সেই স্থলে ভ্যাকসিন ভ্যান পৌছায়। প্রশাসনের দাবি, এদিন বিষ্ণুপুর মহকুমার প্রত্যেকটি ব্লকে শতাধিক শ্রমিককে টিকা দেওয়া হয়েছে। বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার বলেন, জেলায় কেউ যেন টিকা থেকে বঞ্চিত না হন। সেই লক্ষ্যেই আমরা নানাভাবে বাসিন্দাদের টিকা দিচ্ছি। এদিন ১০০ দিনের কাজের স্থলে গিয়ে টিকা দিয়েছে স্বাস্থ্যকর্মীরা। 

28th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ