বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

মহিলার শ্লীলতাহানির অভিযোগে বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শনিবার বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্যকে গ্রেপ্তার করল পুলিস। তাঁর বিরুদ্ধে এক মহিলা শ্লীলতাহানি এবং কটূক্তির অভিযোগ করেন। তিনি ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের নামেও গালিগালাজ করেন বলে অভিযোগ। অভিযোগ হওয়ার পর এদিন বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিস। এদিন তাঁকে আদালতে তোলা হয়। তাঁর আইনজীবী পীযূষ ঘোষ বলেন, তিনি অন্তবর্তী জামিন পেয়েছেন। তাঁকে সপ্তাহে একদিন থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন চেয়াম্যান গ্রেপ্তার হওয়ার পরই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। তাঁর পরিবারের লোকজনের দাবি, প্রাক্তন চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে। এর পিছনে তৃণমূলের একাংশ জড়িত রয়েছে। সামনে পুরসভা নির্বাচন রয়েছে। সেই কারণেই ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে চায়নি। দলের জেলা সভানেত্রী শাওনী সিংহ রায় বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন। যে মহিলা অপমানিত হয়েছেন তাঁর কাছে ওঁর ক্ষমা চাওয়া উচিত। অকারণে তৃণমূলের উপর দোষারোপ করা ঠিক নয়। মহিলাদের সম্মান দেওয়া উচিত। মহিলার বক্তব্য সত্য প্রমাণিত হলে তাঁর পাশে আমাদের দল থাকবে। প্রাক্তন চেয়ারম্যানের শাস্তির দাবিতে বহরমপুর মহিলা শক্তি নামে শাসকদলের প্রভাবিত সংগঠন মিছিল করে। তৃণমূলের একাংশের দাবি, নীলরতনবাবু কংগ্রেসের নেতা। 
কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, উনি অনেক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি তৃণমূলের চেয়ারম্যান হিসেবেই পুরবোর্ড চালিয়েছেন। কংগ্রেসে যোগদান করলে সবাই জানতে পারত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে নীলরতনবাবু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। প্রথম দিকে সংগঠনে তাঁর দাপট থাকলেও পরে তিনি কোণঠাসা হয়ে পড়েন। বিধানসভা নির্বাচনের আগে থেকে তৃণমূলের কোনও কর্মসূচিতে যোগ দেননি। বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক আবারও মধুর হতে থাকে বলে শহরজুড়ে চর্চা হতে থাকে। তারপর থেকে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব আরও বেড়ে গিয়েছে।
বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্যকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাচ্ছে পুলিস।-নিজস্ব চিত্র

28th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ