বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বিল না মেটানোয় ‘সজলধারা’র বিদ্যুৎ সংযোগ ছিন্ন, জল সঙ্কট

সংবাদদাতা, ঘাটাল: চন্দ্রকোণা-১ ব্লকের আগর গ্রামে শুক্রবার থেকে পানীয় জলের চরম সঙ্কটে ভুগছেন প্রায় ২০০টি পরিবার। উপভোক্তা কমিটি বিদ্যুতের বিল না মেটানোয় বিদ্যুৎ দপ্তর সংযোগ কেটে দেয়। তার ফলেই ওই জল সঙ্কট বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলে ওই সমস্ত পরিবারগুলি কেউ দূরবর্তী এলাকা থেকে কেউ বা হ্যান্ড পাম্প থেকে থেকে পানীয় জল সংগ্রহ করছেন। বিষয়টি স্বীকার করেছেন মাংরুল গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ওই গ্রামের সজলধারা কমিটির সহকারী সম্পাদক বিনয়কুমার ঘোষ। তিনি বলেন, বিশেষ কারণে বিদ্যুৎ বিল মেটানো হয়নি। আমরা নিজেদের মধ্যে একটি জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়ে খুব শীঘ্রই বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওই গ্রামের সজলধারা প্রকল্পের মাধ্যমে ২০০টি পরিবারের দু’হাজার সদস্য পানীয় জল পান। এর জন্য প্রতি মাসে পরিবার পিছু ৬০ টাকা করে দিতে হয়। ওই গ্রামের বাসিন্দা সৌরদীপ হাজরা, মদন রায়, স্বদেশ রায় প্রমুখ বলেন, আমাদের প্রত্যেক দিন তিনবার করে জল দেওয়া হয়। শুক্রবার সকালের জল দেওয়ার পরই দুপুরের জল আর আসেনি। শনিবারও সারা দিন পানীয় জল সরবরাহ করা হয়নি। পরে জানলাম বিদ্যুৎ বিল না মেটানোর জন্য সজলধারার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। ফলে আমরা খুব সমস্যা পড়েছি। গ্রামে যে কয়েক জনের হ্যান্ড পাম্প রয়েছে সেখান থেকেই কষ্ট করে ঘোলা জল তুলেই ব্যবহার করতে হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের বীরসিংহ গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে জানানো হয়েছে, ওই গ্রামের সজলধারা থেকে দীর্ঘ দিন বিদ্যুৎ বিল মেটানো হয়নি। ৫৮ হাজার টাকা বাকি রয়েছে। তাই নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিল মেটালে আবার সংযোগ করে দেওয়া হবে।

28th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ