বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কৃষ্ণনগরকে প্লাস্টিক মুক্ত করতে অভিযান পুর কর্তৃপক্ষের

সংবাদদাতা, রানাঘাট: সচেতনতার প্রচার আগেই হয়েছিল। কিন্তু তাতে লাভ তেমন হয়নি। এবার কৃষ্ণনগর শহরকে প্লাস্টিক মুক্ত করতে কড়া পদক্ষেপ নিল পুরসভা। শনিবার শহরের বিভিন্ন এলাকায় দোকান, বাজারে আচমকা হানা দিয়ে প্রায় ১০ কুইন্টাল প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করল পুরসভা কর্তৃপক্ষ। 
এছাড়া কয়েকজন ব্যবসায়ীর থেকে এক হাজার দু’শো টাকা জরিমানা বাবদ করা হয়েছে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান নরেশ দাস বলেন, শহরে যেভাবে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। তাতে বিগত কয়েক বছরে পরিবেশ দূষণের মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এর আগে পুরসভার পক্ষ থেকে সচেতনতা মিছিল, লিফলেট বিলি, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা প্রচার সব করা হয়েছে। কিন্তু তারপরেও প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করা যায়নি। তাই সরাসরি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাজার এলাকায় হানা দিয়ে ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে এমন অভিযান চলবে। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের ছাত্র-শিক্ষক, সাধারণ মানুষ। তাঁরা বলেন, রাজ্যের বেশ কয়েকটি পুরসভাতে আগেই প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছিল। কিন্তু এখানে এতদিন তা হয়নি। প্লাস্টিকের কারণে শহরের ছোট বড় প্রায় সমস্ত ড্রেন উপচে পড়ছে।
কৃষ্ণনগরে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে পুরসভার অভিযান।

28th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ