বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

এবার জেলার সব ব্লকে
পাবলিক হেলথ ইউনিট
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হবে
ডায়াগনেস্টিক কাঠামো

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী তিন বছরের পরিকল্পনায় পঞ্চদশ অর্থ কমিশনের সহযোগিতায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন হতে চলেছে। গত ৬ অক্টোবর রাজ্যের প্রত্যেক জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এসংক্রান্ত চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব। প্রত্যেক ব্লকে তৈরি হবে পাবলিক হেলথ ইউনিট। ব্লক থেকে জনস্বাস্থ্য বিষয়ক কাজকর্ম দেখভাল করার জন্যই এই পরিকাঠামো তৈরি হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় ২৩টি ব্লকেই পাবলিক হেলথ ইউনিট তৈরি হবে। সেই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডায়াগনেস্টিক পরিকাঠামো গড়ে তোলা হবে। মামুলি সবরকম টেস্ট এবার থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করা যাবে। একগুচ্ছ নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। ৫০০০ জনসংখ্যাপিছু একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র থাকা আবশ্যক। পূর্ব মেদিনীপুর জেলায় ২৯৯টি নতুন সাব সেন্টার তৈরি হবে। তারমধ্যে পূর্ব মেদিনীপুর সিএমওএইচের অধীনে ১৮৫টি এবং নন্দীগ্রাম স্বাস্থ্যজেলায় আরও ১১৪টি সাব সেন্টার তৈরি হবে।
গ্রামীণ এলাকায় মানুষজনের উপর জনস্বাস্থ্য‌ ঩বিষয়ক নানা কর্মসূচির তদারকি করা হবে ব্লক পাবলিক হেলথ ইউনিট থেকে। প্রতিটি ইউনিটে তিনটি অস্থায়ী পদ তৈরি হবে। সেখানে একজন পতঙ্গবিদ(এন্টোমোলজিস্ট) কিংবা মহামারী বিশেষজ্ঞ(এপিডেমিওলজিস্ট), টেকনিসিয়ান এবং একজন পাবলিক হেলথ প্রোভাইডার থাকবেন। যেকোনওরকম রোগ ছড়িয়ে পড়ার আগাম রিপোর্ট দেবে হেলথ ইউনিট। এখানে ল্যাবরেটরি থাকবে। তাতে সাত রকমের সরঞ্জাম থাকবে। মামুলি রোগ ব্যাধির রিপোর্ট জানাবে ওই ল্যাব। এছাড়াও রোগ সংক্রান্ত ডেটা সংগ্রহ করবে ওই ইউনিট। ব্লকস্তরে এধরনের পাবলিক হেলথ ইউনিট এই প্রথম তৈরি হতে চলেছে। প্রতিটি ইউনিট তৈরি করতে ৫০লক্ষ টাকা ধার্য করা হয়েছে। জানা গিয়েছে, সব প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রেও এবার থেকে ডায়াগনেস্টিক পরিকাঠামো তৈরি করা হবে। বাড়ির কাছেই বিনামূল্যে সরকারি উদ্যোগে রক্ত, মল, মূত্রের পরীক্ষা করানো যাবে। একই সঙ্গে ত্রিবার্ষিক পরিকল্পনায় শহরাঞ্চলে আরবান পাবলিক হেলথ সেন্টারে(ইউপিএইচসি) ডায়াগনস্টিক পরিকাঠামো ঢেলে সাজানো হবে। জানা গিয়েছে, প্রতিটি সাবসেন্টারে ডিজিটাল বিপি মেশিন, পালস অক্সিমিটার, ইসিজি মেশিন সহ ২ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের সামগ্রী থাকবে। আর প্রত্যেক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে ১৮ লক্ষ ২০ টাকা মূল্যের ডায়াগনেস্টিক সরঞ্জাম থাকবে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৭০৬টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে। তারমধ্যে তমলুক সিএমওএইচের অধীনে ৪৩২টি এবং নন্দীগ্রাম স্বাস্থ্যজেলায় ২৭৪টি রয়েছে। জানা গিয়েছে, তমলুকে ৭৮টি এবং নন্দীগ্রাম স্বাস্থ্যজেলায় আরও ৪৭টি সেন্টারের নিজস্ব ভবন নেই। দ্রুত ওইসব সাবসেন্টারে দোতলা বিল্ডিং তৈরি হবে। প্রতিটির জন্য খরচ হবে ৩০ লক্ষ টাকা। এখন উপস্বাস্থ্য কেন্দ্রকে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হচ্ছে। ত্রিবার্ষিক পরিকল্পনার মধ্যেও ওই কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এজন্য ইউনিটপিছু খরচ ধরা হয়েছে ৪লক্ষ ৭৭ হাজার টাকা।নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার সিএমওএইচ সৌম্য ষড়ঙ্গী বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে একগুচ্ছ নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি ওই পরিকল্পনায় ব্লকস্তরে একেবারে নতুনভাবে গড়ে উঠবে ব্লক পাবলিক হেলথ ইউনিট। সেখান থেকে জনস্বাস্থ্য নিয়ে তদারকির কাজ হবে। এছাড়াও প্রচুর সাব সেন্টার তৈরি হবে। প্রত্যেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডায়াগনেস্টিক পরিকাঠামো গড়া হবে। মামুলি যাবতীয় টেস্ট ওই সেন্টার থেকে করা যাবে।

28th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ