বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

করোনা সংক্রমণ নিয়ে বর্ধমান
শহরবাসীকে সতর্ক করল পুলিস

 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: করোনা সংক্রমণ নিয়ে শহরবাসীকে সতর্ক করল বর্ধমান জেলা পুলিস। রবিবার রাত ১১টার পর শহরজুড়ে বিধি নিষেধ কার্যকর করতে তৎপর হয় পুলিস। সোমবার বর্ধমান থানার উদ্যোগে শহরের কার্জন গেট থেকে পার্কাস মোড় পর্যন্ত পথচলতি মানুষ ও দোকানদারদের করোনা নিয়ে সতর্ক করা হয়। সাধারণ মানুষকে মাস্ক বিলি করা হয়। কার্জন গেট চত্বরে বেশ কয়েকজনকে মাস্ক না পরার জন্য আটক করা হয়। পরে মাস্ক দিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।এদিনের কর্মসূচিতে শামিল হয়েছিলেন জেলার পুলিস সুপার কামনাশিস সেন। তিনি বলেন, করোনার প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে মানুষের সতর্ক হওয়া খুবই প্রয়োজন। কিন্তু, দেখা যাচ্ছে বহু মানুষই অসচেতনভাবে ঘোরাঘুরি করছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন করে জেলায় ১৮ জন সংক্রামিত হয়েছেন। আগের দিন সেই সংখ্যা ছিল ২২। ফলে জেলায় সংক্রমণের প্রভাব সেই ভাবে দেখা না গেলেও পুলিস অতিসক্রিয় বলে দাবি ব্যবসায়ীদের। তাঁদের দাবি, অযথা সাধারণ মানুষকে ভয় ধরানো হচ্ছে। তার জেরে ফের ব্যবসা মার খাবে।

26th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ