বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

লক্ষ্মীপুজোয় লক্ষ্মী লাভের
আশায় মুখিয়ে মৃৎশিল্পীরা

সংবাদদাতা, নবদ্বীপ: শেষ মুহূর্তে দুর্গাপুজোর বাজার ভালো যাওয়ায় লক্ষ্মীপুজোয় এবার লক্ষ্মী লাভের আশায় মুখিয়ে আছেন নবদ্বীপের ব্যবসায়ীরা। পিছিয়ে নেই পালপাড়াও। জোরকদমে লক্ষ্মী প্রতিমা তৈরির কাজ চলছে। গত বছর করোনা পরিস্থিতিতে কিছু ছাঁচের প্রতিমা বিক্রি হলেও এবার দুর্গাপুজোর বাজার দেখে আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পী থেকে ব্যবসায়ীরা। আলোছায়া নিমতলার বাসিন্দা মৃৎশিল্পী সমীর পাল বলেন, ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো হয়। তাই এবার বাজার ভালো যাবে বলে আশা করছি। এবার ২৫টা মাঝারি মাপের প্রতিমা ছাড়াও কিছু ছাঁচের প্রতিমা তৈরি করেছি। চালি দেওয়া মাঝারি প্রতিমা ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি করছি। ছাঁচের প্রতিমার দাম ৪০০টাকা। প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে গিয়েছে। তাই আগের থেকে লাভও কমে যাচ্ছে। তবুও আশা করছি গতবারের তুলনায় এবার বাজার ভালো পাব। স্থানীয় ব্যবসায়ী উত্তম সূত্রধর বলেন, ২৫ বছর ধরে লক্ষ্মীর বিভিন্ন সরা, ছাঁচের মূর্তি বিক্রি করছি। বাবা জেঠুরাও এই ব্যবসা করতেন। দুর্গাপুজোর বাজার দেখে মনে হচ্ছে লক্ষ্মীপুজোর বাজার ভালো যাবে। এবার মঙ্গল এবং বুধবার দু’দিন লক্ষ্মীপুজো পড়েছে। এখনও বিক্রি তেমন শুরু হয়নি। তবে আশা করছি এবছর বাজারটা তুলনামূলক ভালো যাবে। এক একটি সরা ৫০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা এবং বিভিন্ন সাইজের ছাঁচের মূর্তি ৫০ টাকা থেকে শুরু করে ৩৫০ ও ৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছি। এক গৃহবধূ বলেন, কোজাগরী লক্ষ্মীপুজো ঘরে ঘরে হয়। অর্থনৈতিক পরিস্থিতি যত খারাপই হোক না কেন, যার যেটুকু সামর্থ্য আছে, সেই মতো তাঁরা পুজো করেন। আমাদের বাড়িতে নিয়ম মেনে লক্ষ্মীপুজো করা হয়।

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ