বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

হাঁসখালিতে সংঘর্ষের ঘটনায় ৫ বিজেপি
নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের

সংবাদদাতা, রানাঘাট: সবুজ সাথীর সাইকেল বণ্টন ঘিরে হাঁসখালিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনও অভিযোগ হয়নি। শাসকদলের অভিযোগে বিজেপি নেতা তথা বেনালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল বিশ্বাস সহ পাঁচজনের নাম রয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনায় একপক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত শনিবার রাতে বগুলা-১ গ্রাম পঞ্চায়েতের কৈখালি পুরাতনপাড়া এলাকায় সাইকেল বণ্টন নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। ঘটনায় স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি শীলা বিশ্বাস সহ দু’পক্ষের মোট চারজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় পুলিস মোতায়েন করা হয়। সোমবারও এলাকা কার্যত থমথমে ছিল। রানাঘাট উত্তর পূর্বের প্রাক্তন বিধায়ক তৃণমূলের সমীরকুমার পোদ্দার বলেন, বিজেপির লোকজন সরকারি প্রকল্পের সাইকেল বিক্রি করছিল। তার প্রতিবাদ করতেই ওরা আমাদের দলের কর্মী-সমর্থকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। পাঁচজনের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি। গুলি চালানোর ঘটনায় যুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।যদিও রানাঘাটের সাংসদ বিজেপির জগন্নাথ সরকার বলেন, পুলিস বর্তমানে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সাধারণ মানুষের ভোটে ওই বিধানসভায় আমরা জয়ী হয়েছি। সেই কারণে এলাকায় ভয়-ভীতি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। আমরা থানায় গেলেও পুলিস অভিযোগ নেয়নি। 

28th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ