বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বার্ণপুরে ইস্কোর ভাঙা কোয়ার্টার থেকে
প্রকাশ্যে লুটের ইট বিকোচ্ছে ৩ টাকায়

সুমন তেওয়ারি  বার্নপুর : তিন টাকায় একটি ইট, সঙ্গে টান্সপোর্ট চার্জ ফ্রি। পুজোর আগে ‘বাম্পার’ অফার চলছে বার্নপুরে। ইটের গুণমান যাচাই করারও সুযোগ রয়েছে। ইট মাটিতে আছড়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এখনও কতটা শক্ত। ভেঙে ফেলা ইস্কোর কয়েকশো কোয়ার্টারের ইট লুট করে এভাবেই দিনে দুপুরে চলছে অবৈধ কারবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বার্নপুরের ইস্কোর অধীনে থাকা চারশোর বেশি কোয়ার্টার ভেঙে ফেলা হয়েছে। সেগুলি থেকেই রীতিমতো মজুর লাগিয়ে গোটা ইট বের করার কাজ করছে দালাল চক্র। চেয়ার বিছিয়ে সেখানে বসেই ইটের দরদাম করে চলছে বিক্রিও। এমনকী কোয়ার্টারে থাকা কাঠের দরজা, জানালা, স্যার বীরেন মুখোপাধ্যায়ের আমলের কোয়ার্টারে ব্যবহৃত লোহার সামগ্রীও লুট করেছে দালাল চক্র। প্রকাশ্যে ইস্কোর সম্পত্তি লুট হলেও হুঁশ নেই প্রশাসনের। ইস্কোর টাউন সার্ভিসের চিফ জেনারেল ম্যানেজার দেবব্রত ঘোষ বলেন, বিষয়টি খোঁজ দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডে বার্নপুরে ইস্কোর কে টাইপ কোয়ার্টারগুলি ছিল। বহু বছর আগেই কোয়ার্টারগুলিকে বিপজ্জনক আখ্যা দিয়েছিল কর্তৃপক্ষ। তা সত্ত্বেও বহু কোয়ার্টার অবৈধভাবে দখল করেছিল মানুষজন। পরবর্তীকালে এই এলাকাতেই কর্মীদের জন্য আটতলা আবাসন বানানোর সিদ্ধান্ত নেয় ইস্কো। সেই মতো কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়। কে টাইপের পাশাপাশি কেএস টা‌ইপ কোয়ার্টারগুলি ভেঙে দেওয়ারও কথা রয়েছে। কে টাইপ প্রায় চারশো কোয়ার্টার ভাঙা হয়ে গিয়েছে। তারপরই গজিয়ে উঠেছে দালাল চক্র। সোমবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, ভেঙে ফেলা কোয়ার্টারগুলি থেকেই বহু পুরুষ ও মহিলা ইট বের করে সাজিয়ে রাখছে। তার পাশাপাশি কাঠের জানালা দরজাও আলাদা করে গুছিয়ে রাখছে। এক দিনমজুরকে ইট কেনার টোপ দিতেই তিনি বলেন, আমরা দিন মজুরিতে কাজ করছি। বটতলায় মালিকরা বসে আছে। ওখানে যোগাযোগ করুন। চেয়ার বিছিয়ে রীতিমতো ডেরা বানিয়ে ফেলেছে লুটেরারা। সেখানে যেতেই তারা বলে ইট চা‌ই? কত ইট চাই পাঁচ টাকা করে পিস পড়বে। পুরনো ইট পাঁচ টাকা? তখনই ইট মাটিতে আছড়ে মজবুতি প্রমাণ করল এক বিক্রেতা। বার্নপুরের মধ্যে ডেলিভারি হলে কোনও গাড়ি ভাড়াও লাগবে না। টাকা পেমেন্ট করলেই ইট বাড়িতে পৌঁছে যাবে। যেন পুজোর মরশুমে উৎসব অফার। ইস্কোই কি আপনাদের এই অনুমতি দিয়েছে? কত ইট এখান থেকে বের করেছেন জিজ্ঞেস করতেই এবার লুটেরাদের উত্তর, কত ইট লাগবে সেটা বলুন। বাকি কিছু জানতে হবে না। আপনার যত ইট চাই আমরা দিতে পারব। 
এলাকা সূত্রে জানা গিয়েছে, নতুন কাউকে দেখলে ইটের দাম পাঁচ টাকা বলছে। দরদাম করলে তা তিন টাকাতেই পাওয়া যাচ্ছে। ভ্যানে বা গাড়িতে করে বাড়িতে পৌঁছে যাচ্ছে ইস্কোর পুরনো কোয়ার্টারের ইট। এভাবেই বেশ কিছুদিন ধরে দিনে দুপুরে অবৈধ কারবার চলছে শহরে। অথচ হুঁশ নেই কারও। ইস্কোর এক আধিকারিকের দাবি, বহু বছরের পুরনো ইটগুলির প্রতি কোনও কদর নেই ইস্কোর। উল্টে ইট তুলে জমি পরিষ্কার হলে নতুন বিল্ডিং বানাতে সুবিধা হবে। যদিও স্থানীয়দের একাংশের অভিযোগ, সবপক্ষকে সেটিং করেই দিনে দুপুরে স্যার বীরেন মুখোপাধ্যায়ের গড়ে যাওয়া ইস্কোর অধীনে থাকা সম্পত্তি লুট হচ্ছে।

28th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ