বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

শ্লীলতাহানির অভিযোগ
পুলিসকর্মীর বিরুদ্ধে

সংবাদদাতা, রানাঘাট: হাঁসখালির গাড়াপোতা পুলিস অফিসারের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। এনিয়ে নিগৃহীতা মহিলা রানাঘাট পুলিস সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন। জেলা পুলিসের এক কর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, কয়েকদিন আগে হাঁসখালি থানার গাড়াপোতা এলাকায় দু’পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ হয়। ওই জমি নিয়ে রানাঘাট মহকুমা আদালতে মামলা চলছে। তারই মধ্যে একপক্ষ জমি দখল করে ঢালাই রাস্তা তৈরি করেছিল। অভিযোগ পেয়ে এলাকায় পৌঁছন হাঁসখালি থানার এক এএসআই। অভিযোগকারী মহিলা বলেন, স্বামী ও পরিবারের অন্যান্য লোকজন কর্মসূত্রে বাইরে থাকে। আমাদের জমি দখল করে এক প্রতিবেশী জোর করে রাস্তা তৈরি করেছিল। ওইদিন দুপুর ১২টা নাগাদ এলাকায় পুলিস আসে। ওই এএসআই কোর্টের অর্ডারের কথা জানিয়ে রাস্তা তৈরির কাজে ইন্ধন দেয়। এরপর আমি আইনজীবীকে ফোন করে জানতে পারি, আদৌ আদালতের তরফে রাস্তা তৈরির কোনও অর্ডার দেওয়া হয়নি। প্রতিবাদ করায় ওই পুলিস অফিসার আমাকে ও আমার জাকে অসম্মান করে। গালিগালাজ করতে থাকে। এমনকী বৃদ্ধা শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই কোলের শিশু সহ আমাকে জোর করে পুলিসের গাড়িতে আটকে রেখে শ্লীলতাহানি করে। পুলিস সুপারের কাছে ওই পুলিস অফিসারের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছি। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পুলিস অফিসার বলেন, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ওইদিন আমার সঙ্গে মহিলা পুলিসকর্মীও ছিলেন। গাড়ির ভিতর আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

28th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ