বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কলাভবনের শিল্পী-পড়ুয়াদের
সৃষ্টি নিয়ে অনলাইনে প্রদর্শনী

সংবাদদাতা, বোলপুর: করোনা সংক্রমণের শঙ্কায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস বন্ধ থাকায় সাধারণ পঠন-পাঠনের পাশাপাশি ব্যাহত হচ্ছে সঙ্গীত-নৃত্য ও শিল্পকলা চর্চাও। এই অবস্থায় গত দেড় বছরে কলাভবনের শিল্পী-পড়ুয়ারা কীভাবে জীবনযাপন করেছেন তা তুলে ধরলেন অনলাইন প্রদর্শনীর মাধ্যমে। সেখানে করোনা আবহে স্টুডিওর জীবনযাত্রাকে সাবলীলভাবে নানা সৃষ্টির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই অনলাইন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ছিলেন কলাভবনের অধ্যক্ষ পঙ্কজ পানোয়ার, অধ্যাপক অর্পণ মুখোপাধ্যায়, সৌমিক নন্দী মজুমদার ও সঞ্চয়ন ঘোষ। মূলত কলাভবনের ফাইন আর্টস বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ২৬জন পড়ুয়া-শিল্পী প্রদর্শনীতে অংশ নেন। মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা ও কলাভবনের পড়ুয়া ভাগ্যশ্রী দাঙ্গে,  কলকাতার ঋত্বিকা গঙ্গোপাধ্যায় জানান, দীর্ঘ সময় কলাভবন ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন রয়েছি। সেখানে অধ্যাপকদের সাহায্যে নানা শিল্প সৃষ্টিতে মেতে থাকি। কিন্তু অনলাইনে পঠন-পাঠন সম্ভব হলেও শিল্পকলার ক্ষেত্রে তা কার্যকরী নয়। তাই, এই মহামারীতে নিজেদের স্টুডিওতে বিভিন্ন শিল্প সৃষ্টির মাধ্যমে সময় কেটেছে। এখন সেই সৃষ্টিগুলি প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।  প্রদর্শনীতে কলাভবনের স্নাতক ও স্নাতকোত্তরের ১৪জন পড়ুয়া অংশ নিয়েছেন। এছাড়া, আত্মসংযোগ ও উঠোন নামের দুই কালেক্টিভ আর্টিস্ট গ্রুপের মোট ১২জন কলাভবনের পড়ুয়াও অংশ নেন। প্রদর্শনীর কো-অর্ডিনেটর ও ওয়েব সাইট ডিজাইনার বিশ্বজিৎ ঠাকুরিয়া ও বিহান দাস জানান, দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কলাভবনের পড়ুয়াদের প্রদর্শনীর কথা জানানো হয়। মোট ২৬জন পড়ুয়া-শিল্পীর সৃষ্টি ১৬টি সিরিজে প্রদর্শিত হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে নন্দন আর্ট গ্যালারিতেও এই প্রদর্শনী করা হবে।  নিজস্ব চিত্র

14th     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ